Kolkata Municipal Election

KMC Polls Result 2021: মেয়েকে বলেছিল স্ট্যান্ড করতে পারব না, দেখিয়ে দিলাম! শোভনকে টপকে তোপ রত্না

কলকাতা পুরসভার ১৩১ নম্বর ওয়ার্ডের প্রার্থী রত্না চট্টোপাধ্যায় দাবি করলেন, শোভন চট্টোপাধ্যায়ের ওয়ার্ডে ‘রেকর্ড’ ভোটে জিতলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২১ ১৩:৩৯
Share:

কলকাতা পুরসভার ১৩১ নম্বর ওয়ার্ডের প্রার্থী রত্না চট্টোপাধ্যায় দাবি করলেন, শোভন চট্টোপাধ্যায়ের ওয়ার্ডে রেকর্ড ভোটে জিতলেন তিনি।

সরকারি ভাবে এখনও ফল ঘোষণা না হলেও কলকাতা পুরসভার ১৩১ নম্বর ওয়ার্ডের প্রার্থী রত্না চট্টোপাধ্যায় দাবি করলেন, শোভন চট্টোপাধ্যায়ের ওয়ার্ডে রেকর্ড ভোটে জিতলেন তিনি। গত বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব কেন্দ্র থেকে বিধায়ক হয়েছেন রত্না। তখনও ১৩১ নম্বর ওয়ার্ড শোভনের দখলেই ছিল। এ বার তাও ছিনিয়ে নিলেন রত্না। তাঁর কাছে ভোটের ফলাফলের খবর আসতেই শোভনকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘দেখিয়ে দিলাম স্ট্যান্ড করে।’’

১৩১ নম্বর ওয়ার্ডের ফলাফল স্পষ্ট হতেই রত্না সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, ‘‘আমার কাছে যা খবর আছে, তাতে ১০ হাজার ২০৬ ভোটে জিতে গিয়েছি আমি। রেকর্ড ভোটে জিতেছি। এই ওয়ার্ড থেকে এত ব্যবধানে এর আগে কেউ জেতেননি। এই জয় ১৩১ নম্বর ওয়ার্ডের মানুষের জয়।’’

Advertisement

গত ২০১৫ সালের কলকাতা পুরভোটে এই ওয়ার্ড থেকে ছ’হাজার ২৯৫ ভোটে জিতেছিলেন শোভন।

শুরু থেকেই ১৩১ নম্বর ওয়ার্ডের উপর নজর ছিল রাজনীতির কারবারিদের। এ বারের পুরভোটে প্রার্থী পছন্দ হয়নি বলে দাবি করে রবিবার ভোটদানও করেননি কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন। সেই প্রসঙ্গে রত্না বলেন, ‘‘ওঁর হয়তো প্রার্থী পছন্দ হয়নি। কিন্তু এই ওয়ার্ডের মানুষের হয়েছে।’’

Advertisement

এর পরই কটাক্ষের সুরে বেহালা পূর্বের বিধায়ক বলেন, ‘‘বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় ও আমার মেয়েকে বলে গিয়েছিল, আমি নাকি ওঁকে ছাড়া স্ট্যান্ড করতে পারব না। আমি স্ট্যান্ড করে দেখিয়ে দিলাম।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement