Kolkata Municipal Election 2021

Kolkata Municipal Election 2021: শেষবেলায় পুরভোটের প্রচারে নামতে পারেন মমতা, ১৬ ডিসেম্বর সভা বাঘাযতীন, বেহালায়

তৃণমূল সূত্রের খবর, আগামী ১৬ ডিসেম্বর যাদবপুর, টালিগঞ্জ, বেহালা পূর্ব এবং বেহালা পশ্চিম বিধানসভা এলাকায় প্রচার করবেন মমতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ১৫:০১
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

কলকাতা পুরসভা নির্বাচনের শেষবেলায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে নামতে পারেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে, আগামী ১৬ ডিসেম্বর দক্ষিণ কলকাতার চারটি বিধানসভা এলাকায় প্রচারসভা করবেন তিনি।

তৃণমূল সূত্রের খবর, ১৬ ডিসেম্বর প্রথমে বাঘাযতীন যুব সংঘের মাঠে যাদবপুর এবং টালিগঞ্জ বিধানসভা এলাকার বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল প্রার্থীদের সমর্থনে জনসভা করতে পারেন মমতা।

Advertisement

এর পর ওই দিনই বেহালা পূর্ব এবং বেহালা পশ্চিমের ২১টি ওয়ার্ডের তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার করতে পারেন বেহালা চৌরাস্তায়। প্রসঙ্গত, আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ১৯টি ওয়ার্ডে ভোটগ্রহণ হবে। পুরভোটের প্রচার শেষ হবে ১৭ ডিসেম্বর বিকেল ৫টায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement