Kolkata Municipal Corporation

কর্মীদের জন্য পুরসভার বাস, বিধি রক্ষা নিয়ে সংশয়

একশো শতাংশ হাজিরা চালু হওয়ায় দূরত্ব-বিধি কী ভাবে মেনে চলা যাবে, সেই প্রশ্ন তোলার পাশাপাশি যাতায়াতের অসুবিধা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছিলেন পুরকর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ জুন ২০২০ ০২:১২
Share:

প্রতীকী ছবি।

কর্মীদের যাওয়া-আসার জন্য বাসের ব্যবস্থা করল কলকাতা পুরসভা। আজ, বুধবার থেকে শহর ও শহরতলির ১০টি রুটে ১১টি বাস চালাবে তারা।

Advertisement

গত শনিবার পুর কর্তৃপক্ষ সার্কুলার জারি করে জানান, ৮ জুন থেকে কর্মীদের ১০০ শতাংশ হাজিরা বাধ্যতামূলক। কিন্তু লোকাল ট্রেন বন্ধ থাকায় এবং গণপরিবহণ এখনও স্বাভাবিক না-হওয়ায় দফতরে আসতে হিমশিম খেতে হয় কর্মীদের একটি বড় অংশকে। অনেকেই প্রচুর টাকা দিয়ে গাড়ি ভাড়া করে আসেন। কেউ কেউ অসুস্থ থাকায় অ্যাম্বুল্যান্সে চেপে পৌঁছন অফিসে।

একশো শতাংশ হাজিরা চালু হওয়ায় দূরত্ব-বিধি কী ভাবে মেনে চলা যাবে, সেই প্রশ্ন তোলার পাশাপাশি যাতায়াতের অসুবিধা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছিলেন পুরকর্মীরা। এর পরেই পুর প্রশাসনের টনক নড়ে। তড়িঘড়ি রাজ্য পরিবহণ দফতরের সঙ্গে আলোচনা করে বাসের ব্যবস্থা করা হয়। আপাতত ১০টি রুটে ১১টি বাস কর্মীদের আনা-নেওয়া করবে।

Advertisement

পুর সচিবালয় থেকে বলা হয়েছে, বাসগুলি নির্দিষ্ট জায়গা থেকে ছাড়বে এবং নির্দিষ্ট কয়েক জন কর্মী এক-একটি বাসের দায়িত্বে থাকবেন। যে কর্মীরা ওই সব বাসে যাতায়াত করতে চান, তাঁরা সেই দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। বাস চালানোর খরচ পরিবহণ দফতরকে দেবে পুরসভা।

প্রশ্ন উঠেছে, বাসে যাতায়াতের যে ব্যবস্থা হয়েছে, তা কি ছোঁয়াচ বাঁচিয়ে করা সম্ভব? পুরকর্তারা জানান, কত জন যাত্রী বাসে উঠবেন, তা এই মুহূর্তে জানানো সম্ভব নয়। তবে যাঁরা উঠবেন, তাঁদের প্রত্যেককেই মাস্ক ব্যবহার করতে হবে। আর ওই সমস্ত বাসে দাঁড়ানো যাবে না। পুরসভার সচিত্র পরিচয়পত্রও সঙ্গে রাখতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement