Kolkata Metro

লাইনে পড়ে যাওয়া যাত্রীকে বাঁচিয়ে এখন ‘সুপারম্যান’ কলকাতা মেট্রোর মোটরম্যান

সুপার হিরোরা দূর থেকে দেখে ফেলেন শহরের কোন প্রান্তে কী গন্ডগোল হচ্ছে। কলকাতা মেট্রোর মোটরম্যান অমল দাসও ঝট করে দেখে ফেলেছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ মার্চ ২০২২ ১৮:৩২
Share:

মেট্রোলাইনে পড়ে যাওয়া বৃদ্ধকে উদ্ধার করেন মেট্রোরেলের কর্মীরা। — নিজস্ব চিত্র।

সুপার হিরোরা দূর থেকে দেখে ফেলেন শহরের কোন প্রান্তে কী গন্ডগোল হচ্ছে। কলকাতা মেট্রোর মোটরম্যান অমল দাসও ঝট করে দেখে ফেলেছিলেন। মেট্রোর অন্ধকার লাইনের উপর পড়ে থাকা মানুষটিকে। দূর থেকেই। তা না হলে বাঁচাতে পারতেন না।

Advertisement

নেতাজি ভবন মেট্রো স্টেশন। সময় তখন সকাল ৯টা বেজে ১৫ মিনিট। ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে হঠাৎই শরীরের ভারসাম্য হারিয়ে লাইনে পড়ে যান এক বৃদ্ধ। মেট্রো স্টেশনে তখন বেশ দ্রুতগতিতেই ঢুকতে শুরু করেছে ট্রেন। লাইনে পড়ে থাকা মানুষটিকে দেখে অমল ঠিক সময়ে ব্রেক না কষলে দুর্ঘটনা ঘটতেই পারত। কিন্তু শেষ পর্যন্ত ঘটেনি।

মেট্রোলাইনে পড়ে যাওয়া মানুষটি যে টুকু জখম হন, তা ওই আচমকা পড়ে যাওয়ার জন্যই। তবে সেই আঘাত সামান্যই। ওই বৃদ্ধকে এরপর উদ্ধার করেন মেট্রোরেলের কর্মীরা। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁদের ডেকে পাঠানো হয়। তাঁরাই এসে নিয়ে যান বৃদ্ধকে।

Advertisement

মেট্রোরেল কর্তৃপক্ষকে বৃদ্ধের পরিবার জানিয়েছে, তাঁর দৃষ্টির সমস্যা আছে। হয়তো সে জন্যই বুঝতে না পেরে পড়ে গিয়েছিলেন মেট্রো লাইনে। বৃদ্ধ অবশ্য বাড়ি ফেরার আগে মেট্রো রেল কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছেন তাঁর জীবন বাঁচানোর জন্য।

এই ঘটনায় কৃতিত্বের অধিকারী যিনি, সেই অমলকে মেট্রোরেল অবশ্য কৃতিত্বের স্বীকৃতি দিতে দেরি করেনি। কলকাতা মেট্রোর ওই ‘সুপারম্যান’কে সতর্ক হয়ে মেট্রো চালানোর জন্য এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য পুরস্কৃত করার কথা ঘোষণা করেছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ আরোরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement