কলকাতা মেট্রো। —ফাইল চিত্র।
পুজোর দিনগুলিতে কবে, কখন এবং ক’টি মেট্রো চলবে, বিস্তারিত ভাবে তা জানিয়ে দিলেন মেট্রো কর্তৃপক্ষ। তবে আপাতত উত্তর-দক্ষিণ মেট্রো (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ)-র সময়সূচিই জানানো হয়েছে। পুজোর পাঁচ দিন তো বটেই, দশমীর পরেও প্রতিমা দর্শন করতে মেট্রোয় সওয়ার হন অনেকেই। তবে অন্যান্য সময়ের তুলনায় পুজোর ওই ক’টি দিন অফিসযাত্রীদের ভিড় বিশেষ থাকে না। অবশ্য সড়কপথের যানজট এড়াতে পুজোর দিনগুলিতে মেট্রোকে বেছে নেন অনেকেই।
শুক্রবার মেট্রো রেলের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, পঞ্চমী এবং ষষ্ঠীতে অন্য দিনগুলির মতোই মেট্রো চলবে। অর্থাৎ, মোট ২৪৮টি মেট্রো সারা দিন যাত্রীদের পরিষেবা দেবে। দিনের প্রথম মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে।
সপ্তমী থেকে নবমী পর্যন্ত যাত্রী পরিষেবার জন্য থাকবে ২৪৮টি মেট্রো (১২৪টি আপ এবং ১২৪টি ডাউন)। দশমীর দিন চলবে মাত্র ১৩২টি মেট্রো (৬৬টি আপ এবং ৬৬টি ডাউন)। আর একাদশী থেকে ত্রয়োদশী পর্যন্ত চলবে ২৩৪টি মেট্রো (১১৭টি আপ এবং ১১৭টি ডাউন)। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, পঞ্চমী এবং ষষ্ঠীর দিন ব্যস্ত সময়ে ৫-৬ মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা মিলবে। সপ্তমী থেকে নবমী পর্যন্ত ব্যস্ত সময়ে দু’টি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান একটু বেড়ে হবে ৬-৭ মিনিট। দশমী থেকে ত্রয়োদশী পর্যন্ত এই সময়টা আরও একটি বেড়ে ৭ মিনিট হবে।
সপ্তমী থেকে নবমী পর্যন্ত দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রোটি ছাড়বে দুপুর ১২টা ৫৫ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ (নিউ গড়িয়া), কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায়। ওই দিনগুলিতে মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত, গীতাঞ্জলি স্টেশন থেকে দমদম পর্যন্ত এবং শ্যামবাজার থেকে কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায়।
সপ্তমী থেকে নবমী পর্যন্ত দিনের শেষ মেট্রো চলার সময়সূচি নিম্নরূপ—
ভোর ৩টে ৪৮— দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ
ভোর ৩টে ৪৮— কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
ভোর ৪টে— দমদম থেকে কবি সুভাষ
ভোর ৪টে— কবি সুভাষ থেকে দমদম
দশমীর দিন দিনের প্রথম এবং শেষ মেট্রো নিম্নলিখিত সময় অনুযায়ী ছাড়বে—
দুপুর ১টা— দমদম থেকে দক্ষিণেশ্বর
দুপুর ১টা— কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
দুপুর ১টা—দমদম থেকে কবি সুভাষ
দুপুর ১টা— দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ
শেষ পরিষেবা
রাত ৯টা ৪৮— দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ
রাত ৯টা ৫০ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
রাত ১০টা— দমদম থেকে কবি সুভাষ
রাত ১০টা— কবি সুভাষ থেকে দমদম
একাদশী থেকে ত্রয়োদশী প্রথম পরিষেবা
সকাল ৬টা ৫০— কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
সকাল ৬টা ৫০— দমদম থেকে কবি সুভাষ
সকাল ৬টা ৫৫— দমদম থেকে দক্ষিণেশ্বর
সকাল ৭টা— দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ
শেষ পরিষেবা
রাত ৯টা২৮— দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ
রাত ৯টা ৩০— কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
রাত ৯টা ৪০— দমদম থেকে কবি সুভাষ
রাত ৯টা৪০— কবি সুভাষ থেকে দমদম
স্বাভাবিক মেট্রো পরিষেবা আগামী ২৯ অক্টোবর থেকে শুরু হবে।