খুলনার বাস যাবে তিন দিন

ঘড়িতে দুপুর ১টা ১৫ মিনিট। এক দিকে, এক সঙ্গে বোতাম টিপলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৭ ০১:৪৫
Share:

যাত্রারম্ভ: কলকাতা-খুলনা-ঢাকা বাসযাত্রার সূচনা। শনিবার, নবান্নের সামনে। নিজস্ব চিত্র

ঘড়িতে দুপুর ১টা ১৫ মিনিট। এক দিকে, এক সঙ্গে বোতাম টিপলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্য দিকে, জায়েন্ট স্ক্রিনে সেই দৃশ্য ভেসে উঠতেই সবুজ পতাকা নাড়লেন রাজ্যের তিন মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের চেয়ারম্যান রচপাল সিংহ। অন্য মঞ্চে তখন বাংলাদেশের প্রতিনিধি দল। কলকাতা থেকে খুলনার উদ্দেশে রওনা হল বাসটি। আজ রাতেই সেটি খুলনা পৌঁছবে। কাল সকালে পৌঁছবে ঢাকায়।

Advertisement

এ দিনের যাত্রায় সামিল হলেন নীলাঞ্জন শাণ্ডিল্য এবং বিশ্বজিৎ দত্ত-সহ কয়েক জন পরিবহণ কর্তা। কোনও সাধারণ যাত্রী ছিলেন না। এ দিনই ঢাকা থেকে খুলনা হয়ে নবান্নে পৌঁছয় একটি বাস।

রাজ্য পরিবহণ দফতর সূত্রের খবর, কলকাতা থেকে যশোর, খুলনা হয়ে প্রায় ৪০৯ কিলোমিটার পেরিয়ে ঢাকা যাবে বাসটি। প্রাথমিক ভাবে স্থির হয়েছে, সপ্তাহে তিন দিন সোম, বুধ এবং শুক্রবার বাসটি কলকাতা থেকে খুলনা হয়ে ঢাকা যাওয়ার জন্য রওনা হবে। ভাড়া এখনও ঠিক হয়নি। কিছু দিনের মধ্যেই কেন্দ্রের সঙ্গে আলোচনা করে বাস ভাড়ার বিষয়টি চূড়ান্ত হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement