ডেঙ্গি-ম্যালেরিয়া সংক্রমণের নির্দিষ্ট কোনও সময় নেই। তাই বছরভর এই দুই রোগের প্রতিরোধে রাস্তায় নামবে কলকাতা পুরসভা। পুরসভার মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ জানিয়েছেন, আগামী বছর জানুয়ারি মাস থেকেই ডেঙ্গি-ম্যালেরিয়া প্রতিরোধে সর্বাত্মক অভিযানে নামবে পুরসভার স্বাস্থ্য বিভাগ। চলতি বছরে বিধানসভা ভোটের জন্য ওই অভিযানে কিছুটা ভাটা পড়েছিল।
অতীনবাবুর কথায়, প্রতিটি বরো অফিস, প্রতিটি ওয়ার্ড অফিসকে ওই দুই রোগ প্রতিরোধ অভিযানে বিশেষ দল গঠন করতে বলা হয়েছে। তা ছাড়া বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন এবং অন্য সংগঠনকে পুরসভার এই অভিযানে সামিল হওয়ার আহ্বানও জানাচ্ছে পুরসভা। মেয়র পারিষদ (স্বাস্থ্য) বলেন, ‘‘বিভিন্ন ওয়ার্ডে যত বেশি সংখ্যক সচেনতা শিবির করা যাবে, ততই ওই দুই রোগ প্রতিরোধের বিষয়ে শিক্ষিত করা যাবে মানুষকে।’’ পুরসভার স্বাস্থ্য বিভাগের এক অফিসার বলেন, ‘‘গত বছরও আমরা বিভিন্ন বাড়িতে জল জমার হাল দেখতে গিয়ে নানা সম্যায় পড়েছি। ঘরের ভিতরে জল কোথায় জমে রয়েছে, তা দেখতে দেননি অনেকে। মানুষকে আরও সচেতন করা হলে এই সমস্যা আর থাকবে না।’’
ম্যালেরিয়ার সংক্রমণ তেমন মারাত্মক না হলেও চলতি বছরে ডেঙ্গি কিন্তু কলকাতার মানুষকে ভুগিয়েছে। ডিসেম্বর মাস পড়ে গেলেও এখনও ডেঙ্গির দুর্ভোগ চলছেই। বিভিন্ন বেসরকারি হাসপাতাল ডেঙ্গি রোগীর যে পরিসংখ্যান দিয়েছে, তা অবশ্য মানতে চাইছে না পুরসভা। এমনকী ডেথ সার্টিফিকেটে হেমারেজিক শক লেখা থাকলেও, ডেঙ্গি কথাটা লেখা থাকছিল না বলে অভিযোগ উঠেছিল। পুরসভা অবশ্য সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে।