জল জমেছে সায়েন্স সিটির সামনে। ছবি: সুদীপ্ত ভৌমিক ও সুমন বল্লভ।
বর্ষায় ফের ভাসল উত্তর শহরতলির ‘লাইফলাইন’ বি টি রোড। বৃহস্পতিবার সকালের বৃষ্টিতে গুরুত্বপূর্ণ ওই রাস্তায় জল জমে যাওয়ায় সমস্যা হয় যান চলাচলে। চালকদের অভিযোগ, জমা জল ঠেলে কয়েক মিনিটের রাস্তা পেরোতে সময় লেগেছে অন্তত আধ ঘণ্টা।
এ দিন সকাল থেকেই বি টি রোড সংলগ্ন বরাহনগর ও কামারহাটির বিস্তীর্ণ অংশ জলমগ্ন হয়ে পড়ে। এক দিকে টবিন রোড, ঘোষপাড়া, বরাহনগর বাজার এলাকা, অন্য দিকে বেলঘরিয়া থানা থেকে শুরু করে গোটা কামারহাটির রাস্তায় জল জমে থাকায় গতি হারায় যান চলাচল। স্থানীয় বাসিন্দা ও গাড়িচালকদের অভিযোগ, জল জমে থাকায় রাস্তার ধারে কোথায় নর্দমা বা গর্ত রয়েছে, তা বোঝা যাচ্ছে না। ফলে দুর্ঘটনার আশঙ্কায় রাস্তার মাঝামাঝি ডিভাইডার ঘেঁষে চলতে হচ্ছে সব গাড়িকে। যার জেরে তৈরি হচ্ছে যানজট। জলের কারণে ওই রাস্তায় রিকশা, টোটো, অটো চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
এ দিন বিকেলের দিকে বরাহনগর এলাকার জমা জল নেমে গেলেও কামারহাটির অবস্থা ছিল একই রকম। সেখানকার পুর প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান গোপাল সাহা বলেন, ‘‘বি টি রোডের জল বার করার জন্য পাম্প চালানো যায়নি। কারণ, বাগজোলা খাল ভর্তি থাকায় সেই জল ফেলার জায়গা নেই। সেটাই সমস্যা।’’
বরাহনগর পুরসভা সূত্রের খবর, ওই এলাকার জমা জল বাগজোলা খালে গিয়ে পড়ে। কিন্তু তা ভর্তি থাকায় জল নামতে বিকেল হয়ে গিয়েছে। আর বরাহনগরে জল জমে থাকায় কামারহাটিকেও সমস্যায় ভুগতে হয়েছে।