চালু হল বিমানবন্দর

রাতের দিকে রাজ্য পরিবহণ নিগম অতিরিক্ত বাসের ব্যবস্থা করায় অন্তর্দেশীয় উড়ানের অনেক যাত্রী বাড়ি ফিরে যান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৯ ০১:৪২
Share:

ফাইল চিত্র।

ঘূর্ণিঝড় বুলবুলের দাপটে ক্ষয়ক্ষতির আশঙ্কায় শনিবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দর ১২ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়। রবিবার সকাল থেকে অবশ্য চালু হয় বিমান ওঠানামা। উড়ান বাতিলের জেরে শনিবার রাতে আটকে পড়া যাত্রীদের জন্য এ দিন সকাল থেকেই বিকল্প উড়ানের ব্যবস্থা করেছে বিমান সংস্থাগুলি। আটকে পড়া যাত্রীদের জন্য বিমানবন্দরের লাউঞ্জ ছাড়াও ভিভিআইপি কক্ষও খুলে দেওয়া হয় বলে খবর। কিছু বিমানসংস্থা যাত্রীদের জন্য হোটেলের ব্যবস্থাও করে।

Advertisement

রাতের দিকে রাজ্য পরিবহণ নিগম অতিরিক্ত বাসের ব্যবস্থা করায় অন্তর্দেশীয় উড়ানের অনেক যাত্রী বাড়ি ফিরে যান। আটকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে রবিবার এবং আজ, সোমবার পর পর দু’দিন বিকল্প উড়ানের ব্যবস্থা রাখছে বিমানসংস্থাগুলি। এ দিন সকালে বিমানবন্দর চালু হতেই আন্তর্জাতিক বিমান সংস্থাগুলি উড়ান পরিষেবা শুরু করে দেয়। আটকে পড়া যাত্রীদের সকাল থেকেই গন্তব্যে পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement