KMDA

পথ-সুরক্ষার বার্তা দিতে সেতুতে বোর্ড লাগাবে কেএমডিএ

সংস্থা সূত্রের খবর, প্রাথমিক ভাবে ঠিক হয়েছে মা উড়ালপুল, পার্ক সার্কাস চার নম্বর সেতু, মানিকতলা স্টিল সেতু, মণ্ডলপাড়া সেতু, করুণাময়ী সেতু-সহ মোট সাতটি উড়ালপুল ও সেতুতে ওই বোর্ড লাগানো হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২০ ০২:২৭
Share:

—ফাইল চিত্র।

শহরের একাধিক উড়ালপুল এবং সেতুতে গ্লো সাইন বোর্ডের মাধ্যমে পথ-সুরক্ষার বার্তা ও প্রয়োজনীয় অন্য তথ্য দেওয়া হবে। এমনটাই পরিকল্পনা করেছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি(কেএমডিএ)। এর জন্য প্রাথমিক ভাবে কয়েকটি উড়ালপুল এবং সেতু বাছাও হয়েছে বলে সংস্থা সূত্রের খবর। সংস্থার এক কর্তার কথায়, ‘‘গ্লো সাইন বোর্ড লাগানোর প্রক্রিয়া শুরু হয়েছে। দরপত্রও আহ্বান করা হয়ে গিয়েছে।’’

Advertisement

সংস্থা সূত্রের খবর, প্রাথমিক ভাবে ঠিক হয়েছে মা উড়ালপুল, পার্ক সার্কাস চার নম্বর সেতু, মানিকতলা স্টিল সেতু, মণ্ডলপাড়া সেতু, করুণাময়ী সেতু-সহ মোট সাতটি উড়ালপুল ও সেতুতে ওই বোর্ড লাগানো হবে। এর জন্য প্রায় দু’লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সংস্থার আধিকারিকদের একাংশ জানাচ্ছেন, এমন নয় যে এই প্রথমবার ওই বোর্ড লাগানো হচ্ছে। বোর্ড লাগানো থাকলেও অনেক জায়গায় তা খুলে গিয়েছে বা বহু দিন হয়ে যাওয়ার পরে বোর্ডের লেখা অস্পষ্ট হয়ে গিয়েছে। তাই ফের সেগুলি নতুন করে লাগানোর পরিকল্পনা করা হয়েছে।

এমনিতে নির্দিষ্ট সময় অন্তর কেএমডিএ-র অধীনস্থ যে সব উড়ালপুল, সেতু রয়েছে, তার রক্ষণাবেক্ষণের কাজ করা হয়ে থাকে বলে জানাচ্ছেন আধিকারিকদের একাংশ। রুটিন কাজ হিসেবেই তা করা হয়। পরিস্থিতি অনুযায়ী উড়ালপুল, সেতুর স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পর থেকে এ বিষয়ে জোর দিয়েছেন কেএমডিএ কর্তৃপক্ষ। যদিও সেতু বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, সংস্থা যা-ই বলুক না কেন, রুটিন কাজে ফাঁক থাকে বলেই অনেক সেতুর অবস্থা খারাপ হয়। সেতুতে আগাছা জন্মায়, ফাটল ধরে যায়। এক সেতু বিশেষজ্ঞের কথায়, ‘‘উড়ালপুল, সেতুতে শুধু রং করলেই হবে না। ঠিক ভাবে পরিদর্শনের কাজ নির্দিষ্ট সময় অন্তর করলে উড়ালপুল, সেতুগুলি অনেক ভাল অবস্থায় থাকবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement