প্রতীকী ছবি।
একশো শয্যার হাসপাতাল তৈরি করতে চলেছে কলকাতা পুরসভা। বুধবার মেয়র পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। ৫৯ নম্বর ওয়ার্ডের চম্পামণি মাতৃসদনে হবে ওই হাসপাতাল। পিপিপি মডেলে তা পরিচালনা করবে দরপত্রের মাধ্যমে নির্বাচিত সংস্থা। স্থির হয়েছে, পুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এমন অনেকেই আসেন, যাঁদের এক-দু’দিন স্যালাইন দিয়ে নজরে রাখা জরুরি। তাঁদেরই ভর্তি করা হবে। মেয়র ফিরহাদ হাকিম জানান, পরিকল্পনা আগেই হয়েছিল। এ ছাড়াও ৮২ নম্বর ওয়ার্ডের পুর স্বাস্থ্যকেন্দ্রে ১২ শয্যার ডায়ালিসিস ইউনিট চালু হবে।