ফাইল চিত্র।
যাদবপুর ও টালিগঞ্জের বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহের জন্য একটি নতুন জল পরিশোধন কেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নিলেন কলকাতা পুর কর্তৃপক্ষ।
জল সরবরাহ দফতরের আধিকারিকেরা জানান, ওই অঞ্চলে গার্ডেনরিচ থেকে বাড়তি জল আনার পরিকল্পনা অনেক দিন আগেই গ্রহণ করা হয়েছিল। কিন্তু জমি না-মেলায় কাজ শুরু করা সম্ভব হচ্ছিল না। পরে কেএমডিএ গড়িয়ার কাছে একটি জমি হস্তান্তর করায় সেখানেই এই কেন্দ্র তৈরি করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
পুরসভা সূত্রের খবর, গার্ডেনরিচ থেকে গঙ্গার জল তুলে গড়িয়ার কেন্দ্রে এনে তা পরিশোধন করে ওই দু’টি এলাকায় সরবরাহ করা হবে। আপাতত প্রতিদিন ১ লক্ষ গ্যালন জল সরবরাহ করা হবে এই কেন্দ্র থেকে।
পুরসভা সূত্রের খবর, ওই দুই অঞ্চলে গার্ডেনরিচ থেকে জল সরবরাহ করলেও পরিমাণ কম হওয়ায় সমস্যা তৈরি হয়েছে। বিশেষ করে এলাকায় কোনও পাম্প খারাপ হয়ে গেলে সমস্যা চরমে ওঠে। অনেক জায়গায় গভীর নলকূপ দিয়ে জল তোলেন বাসিন্দারা। তাই পুরসভা থেকে নতুন পরিশোধন কেন্দ্রের কাজ শুরু করা হচ্ছে। প্রকল্পের জন্য মাটি পরীক্ষা, নকশা তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এর পরে প্রকল্পটির জন্য কত খরচ পড়বে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।