গ্রাফিক— শৌভিক দেবনাথ।
গার্ডেনরিচে ভেঙে পড়া বহুতলের কাছেই হেলে পড়েছিল আরও একটি বহুতল। গার্ডেনরিচের ঘটনার পর এ বার সেই বহুতলে নোটিস পাঠাল কলকাতা পুরসভা। গার্ডেনরিচের পাহাড়পুর রোডের ওই বাড়িতে নোটিস পাঠিয়ে পুরসভা বলেছে, বাড়িটির বেআইনি এবং বিপজ্জনক অংশ ভেঙে ফেলতে হবে।
পাহাড়পুর রোডের ওই বাড়িটির নম্বর ‘জে ৪৭৪’। বাড়ির মালিকের নাম রাজকুমার সিংহ। গার্ডেনরিচের আজহারমোল্লা বাগানের নির্মীয়মান বাড়িটি ভেঙে পড়ার পরেই এই বাড়িটির উপর নজর পড়ে। দেখা যায় বিপজ্জনক ভাবে হেলে পড়া বাড়িটি পাশের বাড়ির দেওয়াল ভেঙে ঢুকে পড়ছে। ওই বাড়ির চাপে ইতিমধ্যেই ভেঙে গিয়েছে পাশের বাড়ির দেওয়াল, জানলা এমনকি বারান্দার কার্নিশও। দু’টি বাড়ির মাথায় মাথা লেগে গিয়েছে বলেও দেখা গিয়েছিল ছবিতে। শনিবার সেই বাড়িতেই নোটিস গেল পুরসভার। নোটিস গিয়েছে তাঁর নামেই। নোটিসে বলা হয়েছে, বাড়ির ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করে প্রয়োজনে ভেঙে ফেলতে হবে কি না তা খতিয়ে দেখবেন কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদমর্যাদার আধিকারিক। থাকবেন পুরসভার টিম। আগামী ২৮ মার্চ হবে পরিদর্শন।
কলকাতা পুরসভা সূত্রে খবর, এর আগেই শুনানিতে ডাকার নোটিস দিয়েছিল কলকাতা পুরসভা। তার পর ঘটে গেছে গার্ডেনরিচকাণ্ড। ২০২৩-এর জুলাই মাসে সেই শুনানি হয়ে গেলে তার ৮ মাস পর আবার নোটিস এল ওই বাড়ির মালিকের কাছে। এই ঘটনায় আতঙ্কে বাড়ির বাসিন্দারা।