ফাইল চিত্র।
অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক দানা বেঁধেছে কলকাতা পুরসভায়। পুরসভার আর্থিক দুরবস্থার কথা মাথায় রেখে প্রায় সাত মাস আগে তদানীন্তন পুর প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন ফিরহাদ হাকিম অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগে রাশ টানার কথা ঘোষণা করেছিলেন। তিনি সাফ জানিয়েছিলেন, অবসরপ্রাপ্তদের আর নতুন করে নিয়োগ করা যাবে না।
কিন্তু গত ১৭ ফেব্রুয়ারি পুরসভার পার্সোনেল বিভাগের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে প্রতিটি বিভাগের আধিকারিকদের কাছে জানতে চাওয়া হয়েছে, কোন বিভাগে কত সংখ্যক অবসরপ্রাপ্তকে পুনর্নিয়োগ করা হবে, তার বিস্তারিত হিসেব আগামী ১০ মার্চের মধ্যে জানাতে হবে।
পুরসভার কোষাগারের অবস্থা বহু দিন ধরেই সঙ্গিন। যে কারণে গত সেপ্টেম্বরের পরে অবসর নেওয়া পুরকর্মীদের একটি বড় অংশ এখনও পেনশন পাননি। শুধু তা-ই নয়, পুরসভার অস্থায়ী কর্মীদের বেতনও নিয়মিত ভাবে হচ্ছে না বলে অভিযোগ। এই অবস্থায় অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগের সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত, সেই প্রশ্ন উঠেছে পুরসভার অন্দরেই।
এ বিষয়ে বিজেপি কাউন্সিলর বিজয় ওঝা বলেন, ‘‘এক দিকে অবসর নেওয়ার পরে কর্মীরা পেনশন পাচ্ছেন না। অন্য দিকে, বেছে বেছে অবসরপ্রাপ্তদের চাকরির মেয়াদ বাড়ানো হচ্ছে। এটা তৃণমূল-নিয়ন্ত্রিত পুরবোর্ডের দ্বিচারিতা ছাড়া কিছু নয়।’’ কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠকের অভিযোগ, ‘‘পুরসভায় দীর্ঘ দিন ধরে কয়েক হাজার পদ শূন্য। নতুন নিয়োগ হচ্ছে না। অথচ, নতুনদের সুযোগ না দিয়ে অবসরপ্রাপ্তদের দিয়ে কাজ চালানো হচ্ছে। কাজও সে রকম ঢিমেতালে চলছে।’’
পুরসভা সূত্রের খবর, পুনর্নিযুক্ত অবসরপ্রাপ্তদের মাসিক বেতন বাবদ মোটা টাকা খরচ করতে হয় পুরসভাকে। এমনিতেই পুরসভার স্থায়ী, অস্থায়ী কর্মীদের বেতন এবং অবসরপ্রাপ্তদের পেনশন বাবদ মাসে ১৩৩ কোটি টাকা খরচ হয়। তার উপরে এটা বাড়তি বোঝা। অস্থায়ী কর্মীদের বেতনের পুরো টাকাটাই পুরসভাকে বহন করতে হয়।
পুরসভার পার্সোনেল বিভাগের তরফে জারি করা নয়া বিজ্ঞপ্তি ঘিরে আধিকারিকদের সংখ্যাগরিষ্ঠ অংশই ক্ষুব্ধ। যদিও এক শীর্ষ আধিকারিক এই বিজ্ঞপ্তি প্রসঙ্গে বলেন, ‘‘বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনও বিভাগ অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ করতে চাইলে তার বিস্তারিত কারণ শীর্ষ মহলে জানাতে হবে সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিককে। অবসরের পরেও কেন সেই কর্মীকে প্রয়োজন, তা লিখে জানানোর পরে মেয়র যদি তাতে সম্মতি দেন, একমাত্র তা হলেই সংশ্লিষ্ট কর্মীর পুনর্নিয়োগ সম্ভব। ওই বিজ্ঞপ্তি জারি করা মানেই সমস্ত অবসরপ্রাপ্তকে পুনর্নিযুক্ত করা হবে, বিষয়টা এমন নয়।’’
যদিও পুরসভার আধিকারিকদের একাংশ এই যুক্তি মানতে নারাজ। তাঁরা জানাচ্ছেন, অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ আগেও যে ভাবে হয়েছে, এখনও সে ভাবেই হয়ে চলেছে। এই বিজ্ঞপ্তি জারি সেটাই প্রমাণ করছে।’’