ফাইল চিত্র।
কোটি কোটি টাকা সম্পত্তিকর আদায় আটকে রয়েছে আইনি জটিলতায়। ওই কর আদায়ে বিশেষ ওয়েভার স্কিম চালুর প্রস্তাব উঠল পুরসভায়। করোনা-পরিস্থিতির কারণে চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে সম্পত্তিকর-সহ অন্যান্য ফি আদায়ের হাল দেখে শঙ্কিত কর্তৃপক্ষ। বুধবার প্রশাসকমণ্ডলীর বৈঠকে এ নিয়ে কথা হয়। পুরসভার কর মূল্যায়ন দফতরের দায়িত্বপ্রাপ্ত সদস্য অতীন ঘোষ জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের থেকে পাওনা সম্পত্তিকর বাদ দেওয়ার পরেও প্রায় আড়াই হাজার কোটি টাকা বকেয়া রয়েছে বেশ কিছু করদাতার কাছে। এর একটা বড় অংশের টাকা আইনি জটিলতায় জমা পড়ছে না। অতীনবাবু প্রস্তাব দেন, আইনের বাইরে থেকে ওই জটিলতা কাটাতে উদ্যোগী হলে কাজ হতে পারে। সে ক্ষেত্রে ওই করদাতাদের সম্পত্তিকরে কিছুটা ছাড় দিলে আদায় বাড়বে। লাভবান হতে পারে পুরসভাও।
পুরসভা সূত্রের খবর, কলকাতা পুলিশ এবং রাজ্য বাণিজ্যকর বিভাগে ওয়েভার স্কিম চালু করে লাভ হয়েছে। বর্তমান পুর কমিশনার এক সময়ে বাণিজ্যকর বিভাগের কমিশনার ছিলেন। তাঁর দফতরে স্কিমটি ব্যবহার হয়েছিল। তাই এ দিন তাঁকেই বিষয়টি দেখার দায়িত্ব দেন পুর প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম।
কোভিড পরিস্থিতিতে আর্থিক সঙ্কট নিয়ে চিন্তা বাড়ছে পুর কর্তৃপক্ষের। তা সামাল দিতে ইতিমধ্যেই সম্পত্তিকর আদায়ের ২০টি কাউন্টার খুলে দেওয়া হয়েছে। এ দিন শুরু হয়েছে করদাতাদের শুনানিও। অতীনবাবু জানান, ওয়েভার স্কিমের বিষয়টি আলোচনার স্তরে রয়েছে। চূড়ান্ত হলে প্রস্তাব আকারে পুর ও নগরোন্নয়ন দফতরে পাঠানো হবে। পরে অর্থ দফতরের অনুমতি মিললে বিষয়টি নিয়ে কাজ এগোবে।