kmc

দক্ষিণ কলকাতায় জল সরবরাহ ব্যাহত হবে আগামী বুধবার

গার্ডেনরিচ জলপ্রকল্প থেকে দক্ষিণ কলকাতায় বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ হয়। জল সরবারহ বন্ধ থাকবে বলে ওই সমস্ত এলাকার মানুষ সাময়িক ভাবে অসুবিধার মুখে পড়তে পারেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ জুন ২০১৯ ২০:০০
Share:

কলকাতা পুরসভা— ফাইল চিত্র।

দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে কলকাতা পুরসভার পরিস্রুত পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। পুরসভার তরফে জানানো হয়েছে, আগামী বুধবার অর্থাৎ ১২ জুন বন্ধ থাকবে ওই পরিষেবা।

Advertisement

গার্ডেনরিচ জলপ্রকল্প থেকে দক্ষিণ কলকাতায় বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ হয়। জল সরবারহ বন্ধ থাকবে বলে ওই সমস্ত এলাকার মানুষ সাময়িক ভাবে অসুবিধার মুখে পড়তে পারেন। পুরসভা সূত্রে খবর, যাদবপুর, গরফা, চেতলা, গল্ফগ্রিন, রানিকুঠি, কালীঘাট, হরিশ পার্ক, লায়েলকা-সহ বিভিন্ন এলাকায় সকাল ১০টা থেকে ওই দিন জল সরবহার পরিষেবা বন্ধ থাকবে।

মাঝেরহাট ব্রিজের নিচ দিয়ে গিয়েছে গার্ডেনরিচ জলপ্রকল্পের একটি বড় পাইপ লাইন। ব্রিজের পাইলিংয়ের ঢালাইয়ের জন্যে ওই পাইপ লাইন সরাতে হবে। সে জন্যেই আগামী ১২ জুন বন্ধ থাকবে পরিষেবা। তবে কাজ দ্রুত মিটিয়ে যাতে পরিষেবা তাড়াতাড়ি চালু করা যায় সেই চেষ্টাই করছে পুরসভা।

Advertisement

আরও পড়ুন, মূক-বধির তরুণীকে লাগাতার ‘নিগ্রহ’, ধৃত বৃদ্ধ

(কলকাতার রাজনীতি, কলকাতার আড্ডা, কলকাতার ময়দান, কলকাতার ফুটপাথ -কলকাতার সব খবর জানতে পড়ুন আমাদের কলকাতা বিভাগ। )

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement