KMC Election 2021

KMC Election 2021: ৪৫ নম্বর ওয়ার্ডে মুখোমুখি কংগ্রেস ও তৃণমূল প্রার্থী, বচসা, হাতাহাতিরও অভিযোগ

কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক ও তৃণমূল প্রার্থী শক্তিপ্রতাপ সিংহ মুখোমুখি চলে আসেন। উভয় পক্ষেরই অভিযোগ, প্রতিপক্ষ বহিরাগতদের নিয়ে ঘুরছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২১ ০৯:১৪
Share:

৪৫ নম্বর ওয়ার্ডে উত্তেজনা, হাতাহাতি। নিজস্ব চিত্র।

কলকাতায় পুরভোট শুরু হতেই শুরু বিক্ষিপ্ত উত্তেজনা, অভিযোগ পাল্টা অভিযোগ। কোথাও ভুয়ো ভোটার তো কোথাও সিসিটিভি বিকল থাকার অভিযোগ উঠছে। এরই মধ্যে শহরের ৪৫ নম্বর ওয়ার্ডে মুখোমুখি তৃণমূল ও কংগ্রেস প্রার্থী। বচসা, হাতাহাতির অভিযোগ। পুলিশ দু’পক্ষকে সরিয়ে দিলেও এলাকায় উত্তেজনা রয়েছে।

পুরভোটের ভোটগ্রহণ চলছে কলকাতায়। ভোট চলাকালীন পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সন্তোষকুমার পাঠক ও তৃণমূল প্রার্থী শক্তিপ্রতাপ সিংহ মুখোমুখি চলে আসেন। উভয় পক্ষেরই অভিযোগ, প্রতিপক্ষ নিয়ম ভেঙে বহিরাগতদের নিয়ে এলাকায় ঘুরছেন। এর পরই দু’জনের মধ্যে বচসা বেধে যায়। অভিযোগ ওঠে হাতাহাতিরও। পুলিশের সঙ্গেও বচসায় জড়ান কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক। তৃণমূল প্রার্থী অভিযোগ করেন, তাঁকে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা মারধর করেছে। পুলিশ দু’পক্ষকে দূরে সরিয়ে দেয়। এলাকায় উত্তেজনা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement