ফাইল চিত্র।
আমপানে ক্ষতিগ্রস্ত কলেজ স্ট্রিট বইপাড়ার প্রকাশক ও বই বিক্রেতাদের জন্য আড়াই লক্ষ টাকার আর্থিক সাহায্য পাঠাল ‘কলকাতা নাইট রাইডার্স’ (কেকেআর)। বইপাড়ার প্রকাশকদের সংগঠন ‘পশ্চিমবঙ্গ প্রকাশক সভা’র সাধারণ সম্পাদক শঙ্কর মণ্ডল বলেন, ‘‘মঙ্গলবার আমাদের সংগঠনের অ্যাকাউন্টে ওই টাকা পাঠিয়েছে কলকাতা নাইট রাইডার্স।’’
শঙ্করবাবু জানিয়েছেন, অনেকেই আর্থিক সাহায্য করছেন। সেই টাকা কলেজ স্ট্রিটের ক্ষতিগ্রস্ত ছোট বই বিক্রেতাদের দেওয়া হবে। শঙ্করবাবু বলেন, ‘‘প্রাক্তন ক্রিকেটার এরাপল্লি প্রসন্নও ৫০ হাজার টাকা পাঠিয়েছেন। আগামী মাসেই সেই টাকা ক্ষতিগ্রস্ত ছোট বই বিক্রেতাদের হাতে তুলে দেব।’’
এ দিকে, ক্ষতিগ্রস্ত বই বিক্রেতা ও প্রকাশকদের পাশাপাশি বইপাড়ার খেটে খাওয়া মানুষদের পাশেও দাঁড়াল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ও প্রেসিডেন্সি পাবলিকেশন সোসাইটির উদ্যোগে চাল, ডাল, তেল, আলু, সয়াবিন, কলা, মাস্ক এবং সাবান তুলে দেওয়া হয় তাঁদের হাতে। উপস্থিত ছিলেন প্রেসিডেন্সির কয়েক জন প্রাক্তনী এবং শিক্ষকও। দেবলীন পাল নামে প্রেসিডেন্সির এক ছাত্র বলেন, ‘‘বইপাড়ায় এই খেটে খাওয়া মানুষরা নানা ধরনের কাজ করেন। আমপান এবং করোনার দীর্ঘ লকডাউনে এঁদেরও খুব খারাপ অবস্থা।’’
দেবলীন জানান, ক্ষতিগ্রস্ত বই বিক্রেতাদেরও আর্থিক সাহায্য দিচ্ছে প্রেসিডেন্সি। তিনি বলেন, ‘‘আমপানে কলেজ স্ট্রিটে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ফুটপাতে স্টল নিয়ে বসা দোকানিরা। অনেকের স্টলও নেই। মাটিতে বসেই বই বিক্রি করেন। এঁদের কাছ থেকে সারা বছর নানা ধরনের বই কিনি আমরা। তাই বিপদের দিনে আর্থিক ভাবে সাহায্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’