Garden Reach Building Collapse

গার্ডেনরিচের ঘটনার জের, অবৈধ নির্মাণ বন্ধ করতে কী কী পদক্ষেপের ইঙ্গিত দিলেন বিচারপতি সিংহ?

কোন আবাসনের উপযুক্ত অনুমতি আছে আর কোন আবাসনের নেই কেনার আগেই যাতে তা ক্রেতারা জানতে পারেন, সেই মর্মে নির্দেশিকা জারি করার ইঙ্গিত দিয়েছেন বিচারপতি সিংহ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৪ ২২:৩৭
Share:

বিচারপতি অমৃতা সিনহা। নিজস্ব চিত্র।

গার্ডেনরিচের ঘটনার পর বেআইনি নির্মাণ নিয়ে কড়া অবস্থান নেওয়ার বিষয়ে বুধবার বার্তা দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি অমৃতা সিংহ আবাসনের অনুমোদন সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ভাবনার কথা বলেছেন।

Advertisement

কোন আবাসনের উপযুক্ত অনুমতি আছে আর কোন আবাসনের নেই কেনার আগেই যাতে তা ক্রেতারা জানতে পারেন, সেই মর্মে নির্দেশিকা জারি করার ইঙ্গিত দিয়েছেন বিচারপতি সিংহ। বুধবার তিনি বলেন, ‘‘আবাসন সংক্রান্ত বিস্তারিত তথ্য থাকতে হবে কলকাতা, হাওড়া পুরসভার ওয়েবসাইটে। দ্রুত এই মর্মে উপযুক্ত নির্দেশ দেব।’’

বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি মামলার শুনানির সময় বুধবার বিচারপতি সিংহ জানান, ওই নির্দেশ জারি হলে উপকৃত হবেন বহু ক্রেতা। প্রসঙ্গত, মঙ্গলবারই বেআইনি নির্মাণের বিষয়ে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছিলেন বিচারপতি সিংহ। জানিয়েছিলেন, বেআইনি নির্মাণ ভাঙার উপর কোনও স্থগিতাদেশ দেওয়া হবে না। তিনি বলেছিলেন, ‘‘বেআইনি নির্মাণ ভাঙতে বলে যে আদালতই নির্দেশ দিক, সেটাই বহাল থাকবে। আগে মানুষের জীবন সুরক্ষিত হোক। আদালত এই ধরনের মামলায় আপাতত কোনও হস্তক্ষেপ করবে না।’’

Advertisement

বুধবার মামলায় শুনানিপর্বে বিচারপতি সিংহ প্রশ্ন করেন, ‘‘হাওড়ায় কোন বহুতলের অনুমোদন পুরসভা দিয়েছে সেটা হাওড়া পুরসভার ওয়েবসাইটে দেখা যায়?’’ এর পরেই তাঁর মন্তব্য, ‘‘যদি এটা দেখা যায় তা হলে সুবিধা হয়। তা হলে যাঁরা ফ্ল্যাট কিনবেন, তাঁরা নিশ্চিত হতে পারবেন যে আবাসনটি বৈধ না অবৈধ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement