শিক্ষিকা-নিগ্রহের প্রতিবাদ ছাত্রসভায়

যাদবপুরের ইংরেজি বিভাগের শিক্ষিকা দয়িতা মজুমদারের অভিযোগ, রাস্তায় দাঁড়িয়ে বিজেপির ওই জনসভা থেকে বিদ্বেষমূলক প্রচার চালানো হচ্ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২০ ০৬:০৪
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়

বিজেপির একটি সভা থেকে সোমবার সন্ধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকাকে মারধরের প্রতিবাদে ঘটনাস্থল যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ডে মঙ্গলবার সভা করলেন যাদবপুরের ছাত্রছাত্রীরা। সোমবার সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে বিজেপির প্রচারসভায় ওই শিক্ষিকা-নিগ্রহের পাশাপাশি যাদবপুরের দুই পড়ুয়াকেও মারধর করা হয় বলে অভিযোগ। পুরো ঘটনার প্রতিবাদে শুধু পড়ুয়ারা নয়, পথে নামছে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সংগঠনও।

Advertisement

যাদবপুরের ইংরেজি বিভাগের শিক্ষিকা দয়িতা মজুমদারের অভিযোগ, রাস্তায় দাঁড়িয়ে বিজেপির ওই জনসভা থেকে বিদ্বেষমূলক প্রচার চালানো হচ্ছিল। অপপ্রচার চলছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিয়েও। তিনি তার প্রতিবাদ করায় এক দল মাঝবয়সি মহিলা তাঁর উপরে ঝাঁপিয়ে পড়ে মারধর করেন। তাঁকে বাঁচাতে গিয়ে যাদবপুরের দু’জন ছাত্রও মার খান। এ বিষয়ে যাদবপুর থানায় এফআইআর করা হয়েছে।

এ দিন পড়ুয়াদের প্রতিবাদসভায় প্রথম বক্তা ছিলেন দয়িতাদেবীই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টির সাধারণ সম্পাদক দেবরাজ দেবনাথ বলেন, ‘‘যেখানেই এই ধরনের আক্রমণ হবে, সেখানেই আমরা প্রতিবাদ-প্রতিরোধ করব।’’

Advertisement

যাদবপুরের শিক্ষক সংগঠন (জুটা) বৃহস্পতিবার ৮বি বাসস্ট্যান্ডে সভা করবে বলে এ দিন জানান সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায়।

এ দিন বিজেপির পক্ষ থেকে মঞ্চ ভাঙচুরের অভিযোগে গ্রেফতারের দাবিতে যাদবপুর থানার সামনে পাল্টা বিক্ষোভ দেখানো হয়। বিজেপির তরফে তিন জনের বিরুদ্ধে থানায় এফআইআর-ও করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement