বছর শেষে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস। ছবি: সংগৃহীত।
বছর শেষে রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস। শনিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল আবহাওয়া দফতর। ওই দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। ভিজতে পারে সংলগ্ন কয়েকটি জেলার একাংশও। বৃহস্পতিবার ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে।
তবে চলতি বছরে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা প্রায় নেই বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। শনিবার পর্যন্ত রাজ্যের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত স্বাভাবিকের উপরেই থাকবে তাপমাত্রা। তবে রবিবার থেকে পারদপতন হতে পারে। তাপমাত্রা কমলেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা এখনই নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে বর্ষশেষ এবং বর্ষবরণে শীতের আমেজ থাকবে।
দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। অন্য দিকে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপরে অবস্থান করা নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলের কাছে রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, খুব ধীর গতিতে এটির শক্তিক্ষয় হচ্ছে। আগামী কয়েক দিন নিম্নচাপটির অভিমুখ থাকবে উত্তর-পশ্চিম দিকে।
চলতি সপ্তাহে রাজ্যের কয়েকটি জেলায় কুয়াশার জন্য সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর। সকাল এবং রাতের দিকে কুয়াশা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।