Kolkata Metro

Joka Metro: জোকা মেট্রোর কাজের জন্য মেলেনি সেনার অনুমতি, হাই কোর্টের দ্বারস্থ রেল কর্তৃপক্ষ

ইতিমধ্যেই ঠিক হয়, ধর্মতলা পর্যন্ত যাবে জোকা থেকে আসা এই মেট্রো। মাঝেরহাট থেকে ধর্মতলা পর্যন্ত লাইনটি মাটির তলায় সুড়ঙ্গ দিয়ে যাওয়ার কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১ ১৬:২৩
Share:

জোকা মেট্রোর একাংশের কাজ হয়েছে। নিজস্ব চিত্র।

নিয়মের বেড়াজালে থমকে রয়েছে জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ। সেনা অনুমতি না দেওয়ায় খনন কাজ শুরু করতে পারছে না ‘রেল বিকাশ নিগম লিমিটেড’ (আরভিএনএল)। সেনার জবাব পেতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল আরভিএনএল। সেই মামলার শুনানি হল বৃহস্পতিবার। বিষয়টি নিয়ে জানানোর জন্য তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে সেনাকে।

এক দশক আগে জোকা-বিবাদী বাগ মেট্রোর চালুর কথা ঘোষণা হয়েছিল। জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত কাজ অনেকটা এগোলেও জমি জটে দীর্ঘদিন আটকে ছিল পরবর্তী অংশের কাজ। ইতিমধ্যেই ঠিক হয়, বিবাদী বাগ নয়, ধর্মতলা পর্যন্ত যাবে জোকা থেকে আসা এই মেট্রো। মাঝেরহাট থেকে ধর্মতলা পর্যন্ত লাইনটি মাটির তলায় সুড়ঙ্গ দিয়ে যাওয়ার কথা। মেট্রোর এই অংশে খননকাজ শুরুর জন্য প্রয়োজন সেনার অনুমতি।

Advertisement

অনুমতি না মেলায় কাজ শুরু করতে পারছে না টিবিএম (টানেল বোরিং মেশিন)। সে জন্যই আদালতের দ্বারস্থ হয়েছিল আরভিএনএল। হাই কোর্টে তারা জানায়, মেট্রোর কাজের জন্য অনুমতি দিচ্ছে না সেনা। জবাবে বিচারপতির কাছে তিন সপ্তাহ সময় চায় সেনা। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল বলেন, ‘‘সেনার বক্তব্য না জেনে অনুমতি দেওয়া সম্ভব নয়।’’

মেট্রোর খনন সম্পর্কিত বিষয়ে হাই কোর্টকে জানানোর জন্য ২১ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে সেনাকে। ওই দিনই হবে এই মামলার পরবর্তী শুনানি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement