Education

JIS Group: জেআইএস গ্ৰুপের চেয়ারপার্সন ৯৩ বছর বয়সে প্রয়াত

মঙ্গলবার বিকেল ৩টে নাগাদ বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়। মৃত্যকালে সতনমের বয়স হয়েছিল ৯৩ বছর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২২ ১৯:৫৮
Share:

প্রয়াত হলেন জেআইএস গ্ৰুপের চেয়ারপার্সন তথা সমাজকর্মী সর্দারনি সতনম কৌর। নিজস্ব চিত্র।

প্রয়াত হলেন জেআইএস গ্ৰুপের চেয়ারপার্সন তথা সমাজকর্মী সর্দারনি সতনম কৌর। মঙ্গলবার বিকেল ৩টে নাগাদ বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়। মৃত্যকালে সতনমের বয়স হয়েছিল ৯৩ বছর। তাঁর মৃত্যুতে শোকাহত জেআইএস গ্ৰুপের সঙ্গে যুক্তরা।

Advertisement

সমাজের পিছিয়ে পড়া শ্রেণির ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য কাজ করে গিয়েছেন সতনম। এ ছাড়া একাধিক সমাজসেবার কাজে তিনি যুক্ত ছিলেন। ডানলপের গুরুদ্বার কমিটির এক জন সক্রিয় সদস্য ছিলেন সতনম। পরিবারের তরফে জানা গিয়েছে, বুধবার ডানলপের বাড়িতে শেষকৃত্য হবে ওই সমাজকর্মীর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement