প্রতীকী ছবি
সারা বছর মিলবে স্বাস্থ্যসাথী কার্ড। আধার তৈরি ও সংশোধনের কাজও করা যাবে সারা বছর ধরে। সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে নতুন উদ্যোগ কলকাতা পুরসভা। পুর ভবনের কাছেই রক্সি সিনেমার দোতলায় নতুন কেন্দ্র দু’টি তৈরির কথা ঘোষণা করা হয়েছে। আগামী শনিবার থেকে এগুলি কাজ শুরু করে দেবে বলেও জানিয়েছেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। এই দুই কেন্দ্রে স্বাস্থ্যসাথী ও আধার নিয়ে সমস্যা মেটানো যাবে।
এই সিনেমা হলের দোতলায় ছিল একটি পানশালা ও রেস্তরাঁ। সেখানেই স্বাস্থ্যসাথীর কার্ড যেমন তৈরি করা যাবে, তেমনই নতুন আধার কার্ড তৈরি ও সংশোধনের কাজও করা যাবে। ফিরহাদ জানিয়েছেন, ‘‘সারা বছর পরিষেবা পাবেন মানুষ। আধার কার্ডে নামের বানান ভুল থেকে শুরু করে অন্য অনেক তথ্যেই সমস্যা থাকে। সেগুলি একবারে মিটিয়ে ফেলা যাবে।’’
স্বাস্থ্যসাথী প্রকল্পকে আরও মানুষের মধ্যে ছড়িয়ে দিতে রাজ্য সরকার নানারকম পদক্ষেপ করছে। দুয়ারে সরকারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে প্রশাসন। সেখানেই তৈরি হচ্ছে কার্ড। তবে সেই শিবিরের নির্দিষ্ট দিন থাকে। এ ক্ষেত্রে আর দিনের ঝামেলা নেই, সারাবছরই পরিষেবা পাওয়া যাবে।