ফাইল চিত্র।
কলকাতা পুরসভার কমিশনারের পদ থেকে অব্যাহতি দেওয়া হল খলিল আহমেদকে। তাঁর জায়গায় এলেন বিনোদ কুমার। খলিল আহমেদ পুর ও নগরন্নোয়ন দফতরের প্রধান সচিব পদে যোগ দেওয়ার পরেও পুরসভার কমিশনারের দায়িত্ব সামলাচ্ছিলেন।
আমপানের ছোবলের ক্ষত এখনও স্পষ্ট কলকাতা জুড়ে। বিভিন্ন রাস্তায় পড়ে রয়েছে গাছ। যানচলাচল এখনও বিপর্যস্ত। নেই বিদ্যুৎ। কলকাতা পুরসভার নির্বাচন না হওয়ায় এখন প্রশাসক হিসাবেই দায়িত্ব সামলাচ্ছেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। তিনি এই পরিস্থিতি সামলাতে আরও দু’দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন। তৎপরতার সঙ্গে কাজ করছেন পুরকর্মীরা। সিইএসসি-র সঙ্গে তিনি কথাও বলেছেন, যাতে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়। এই পরিস্থিতির মধ্যে খলিল আহমেদকে সরিয়ে বিনোদ কুমারকে পুর কমিশনারের দায়িত্ব আনা হল। তিনি ক্রীড়া এবং যুবকল্যাণ দফতরের সচিব (অতিরিক্ত দায়িত্ব) পদে ছিলেন।
আরও পড়ুন: এখনও কেমন লন্ডভন্ড চেহারা কলকাতার, দেখে নিন তার ছবি