প্রতীকী ছবি।
স্ত্রীর গলায় ছুরি দিয়ে আঘাত করে সেই ছুরি নিয়ে সোজায় থানায় হাজির স্বামী। অপরাধের কথা কবুল করে পুলিশকে জানান, তিনি নিজেও বিষ খেয়েছেন। পুলিশ দ্রুত ওই ব্যক্তিকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। অন্য দিকে ছুরির আঘাতে আহত স্ত্রীকেও নিয়ে যাওয়া একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই মারা যান তিনি। কাঁকুড়গাছির এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
বাবা ছুরি মেরেছেন মাকে— কাঁকুড়গাছি থানায় গিয়ে প্রথমে এই অভিযোগ করেন ওই ব্যক্তির ছেলে অভিষেক বাকুলি। কিছু ক্ষণ পরেই একটি ছুরি নিয়ে থানায় হাজির হন তাঁর বাবা উত্তম বাকুলি। বছর চুয়ান্নের উত্তম পুলিশকে বলেন, তিনি তাঁর স্ত্রী ববি বাকুলিকে ছুরি মেরেছেন। পুলিশকে এ-ও জানান, তিনি নিজেও বিষ খেয়েছেন। এ কথা শুনেই তড়িঘড়ি পুলিশ তাঁকে একটি হাসপাতালে ভর্তি করে। আপাতত সেখানেই চিকিৎসাধীন উত্তম। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই বছর পঞ্চাশেকের ববিকে খুন করেছেন উত্তম।