Fire

আগুন থেকে বাঁচতে ঝাঁপ বয়স্ক দম্পতির

পুলিশ জানিয়েছে, বুধবার দুপুর একটা নাগাদ ঘটনাটি ঘটেছে চিৎপুর থানা এলাকার বি কে পাল লেনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ অগস্ট ২০২০ ০২:৩২
Share:

প্রতীকী ছবি।

চারতলা ফ্ল্যাটের নীচে গুদাম থেকে গলগল করে ধোঁয়া বেরোতে দেখেছিলেন দোতলার বাসিন্দা প্রবীণ দম্পতি। সিঁড়ি দিয়ে নামা কষ্টকর বুঝে বারান্দা থেকে ঝাঁপ দেন স্বামী-স্ত্রী। প্রাণে বাঁচলেও দু’জনেরই পা ভেঙেছে। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

পুলিশ জানিয়েছে, বুধবার দুপুর একটা নাগাদ ঘটনাটি ঘটেছে চিৎপুর থানা এলাকার বি কে পাল লেনে। চারতলা ওই ফ্ল্যাটের নীচে রয়েছে গেঞ্জির গুদাম। এ দিন সেখানেই আগুন লাগে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় বেরিয়ে আসেন ফ্ল্যাটের বাসিন্দারা। কিন্তু দোতলায় আটকে পড়েন বছর ষাটের দিলীপ প্রধান ও তাঁর স্ত্রী প্রতিমা প্রধান। তাঁরা চিৎকার শুরু করেন। কিন্তু প্রতিবেশীরা ও দমকল উদ্ধার করার আগেই দোতলার বারান্দা থেকে ঝাঁপ দেন দু’জন। স্থানীয়েরাই তাঁদের আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঘটনার খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে হাত দেয়। শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা বলে দমকলের প্রাথমিক অনুমান। দমকল জানিয়েছে, এলাকাটি ঘিঞ্জি হওয়ায় ইঞ্জিন ঢুকতে প্রাথমিক ভাবে সমস্যা হয়েছিল। পরে পুলিশের তৎপরতায় পৌঁছে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।

Advertisement

একটি বসতবাড়ির নীচে কী ভাবে ওই গুদাম চলছিল, তা তদন্ত করে দেখছে পুলিশ। দমকলের এক আধিকারিক বলেন, ‘‘গুদামটির দমকলের ছাড়পত্র ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement