খুলি ও বেশ কিছু হাড়়গোড় উদ্ধার বেলেঘাটা আইডিতে। —প্রতীকী চিত্র।
বেলেঘাটা আইডি হাসপাতাল চত্বরে উদ্ধার হল খুলি এবং বেশ কিছু হাড়গোড়। শুক্রবার সকালের এই ঘটনায় শোরগোল পড়ে যায়। কী ভাবে সেগুলি হাসপাতাল চত্বরে এল, তা নিয়ে ধন্দ শুরু হয়েছে।
শুক্রবার হাসপাতাল চত্বরে একটি পরিত্যক্ত মর্গের সামনে মানুষের একটি খুলি এবং কিছু হাড়গোড় পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালের কর্মীরা জড়ো হন সেখানে। তবে ওই খুলি এবং হাড়গোড়গুলি পরিষ্কার অবস্থায় উদ্ধার হয়। যা থেকে অনেকের অনুমান, হবু চিকিৎসকদের গবেষণায় ব্যবহার করার জন্যই সেগুলি আনা হয়েছিল। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে মুখ খোলেনি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পুলিশে অভিযোগ দায়েরও হয়নি।
হাসপাতাল প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যে মর্গের সামনে থেকে খুলি এবং হাড়গোড় উদ্ধার হয়েছে, সেটি প্রায় দু’-তিন বছর ধরে বন্ধ রয়েছে। সম্প্রতি ওই মর্গে সংস্কারের কাজ শুরু হয়। আর সেই সংস্কারের কাজ চলার সময়েই উদ্ধার হয় খুলি এবং হাড়গোড়গুলি। হাসপাতাল সূত্রে খবর, এখনও পুলিশকে খবর দেওয়া না-হলেও কী ভাবে সেগুলি এল, তা খতিয়ে দেখছেন কর্তৃপক্ষ।