Gujarat

চলন্ত গাড়িতে আগুন, দরজা খুলে বার হওয়ার আগেই ঝলসে মারা গেলেন চালক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীপক উলের ব্যবসায়ী ছিলেন। সুরতের অভবা গ্রামে থাকতেন। ব্যবসার কাজে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। পথে উঢ়না মাগদাল্লা রোডে গাড়িতে আগুন লাগে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ২১:৫৬
Share:

গাড়ির ভিতরে বসেই ঝলসে মারা গেলেন চালক। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

গুজরাতের সুরতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন দীপক পটেল নামে এক যুবক। আচমকাই গাড়িতে আগুন। গাড়ির ভিতরে বসেই ঝলসে মারা গেলেন চালক। স্থানীয়েরা খবর দেওয়ার পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। যদিও চালককে উদ্ধার করতে পারেনি। আগুন থেকে গাড়িতে বিস্ফোরণ হয়। চোখের নিমেছে পুড়ে ছাই হয়ে যায় গাড়িটি।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীপক উলের ব্যবসায়ী ছিলেন। সুরতের অভবা গ্রামে থাকতেন। ব্যবসার কাজে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। পথে উঢ়না মাগদাল্লা রোডে গাড়িতে আগুন লাগে। তার পর আস্ত গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। পুলিশের প্রাথমিক অনুমান, গাড়ির ইঞ্জিনেই আগুন লেগেছিল। কী ভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। কোন সংস্থার গাড়ি ছিল, তা-ও জানা যায়নি। পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। দীপকের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement