জুতো থেকে প্রচুর সোনা উদ্ধার। নিজস্ব চিত্র।
কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ সোনা। মুম্বই-কলকাতা বিমানের এক যাত্রীর কাছ থেকে প্রায় দেড় কেজি সোনা বাজেয়াপ্ত করেছে শুল্ক দফতর। এত সোনা কোথা থেকে কী ভাবে এল, তা খতিয়ে দেখা হচ্ছে।
শনিবার সন্ধ্যা। কলকাতা বিমানবন্দরে মুম্বই থেকে আসা বিমান মাটি ছুঁয়েছে। যাত্রীরা বেরোচ্ছেন। সেই সময় এক যাত্রীর জুতো থেকে ২৪ ক্যারাটের পাঁচটি সোনার বাট উদ্ধার হয়। ওই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। সূত্রের খবর, উদ্ধার হওয়া সোনার ওজন প্রায় দেড় কেজি। যার বাজারমূল্য ৭৭ লক্ষ টাকারও বেশি।
ওই ব্যক্তি কোথা থেকে এত সোনা পেলেন? ওই সোনা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। একসঙ্গে এত সোনা উদ্ধার হওয়ায় ঘটনা বেশ বিরল বলেই মনে করছেন বিমানবন্দর কর্মীরা।