অপরাধের গুরুত্ব অনুযায়ী জরিমানা ২৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে।
যত্রতত্র আবর্জনা ফেললে আগামী দিনে জরিমানা করবে হাওড়া পুরসভা। বুধবার পুর প্রশাসকমণ্ডলীর চতুর্থ বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর পড়ল। জরিমানার পরিমাণ ১,৫০০-২৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে। ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা আইন, ২০১৬’ অনুযায়ী প্রত্যেক পুরসভা ও পঞ্চায়েতকে এলাকার অবস্থা অনুযায়ী প্রয়োজনীয় বিধি তৈরির যে নির্দেশ রাজ্য দিয়েছিল, তা মেনেই বৈঠকে সেই আইনের উপধারা তৈরি করল হাওড়া পুরসভা।
হাওড়ার পুর প্রশাসক তথা কমিশনার বিজিন কৃষ্ণ জানান, আগামী দিনে বাড়ি থেকেই আবর্জনা সংগ্রহ করবে পুরসভা। সে জন্য বাড়িতেই পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করে রাখতে হবে। ভাগ করে রাখা সেই আবর্জনা সংগ্রহ করে নেবেন পুরকর্মী বা পুরসভার নিয়োগ করা সংস্থার লোকজন। পুর কমিশনার জানান, নির্দিষ্ট জায়গায় আবর্জনা না ফেলে রাস্তার ধারে ফেললে সঙ্গে সঙ্গে জরিমানা করা হবে। যার পরিমাণ ন্যূনতম ১৫০০ টাকা। অপরাধের গুরুত্ব অনুযায়ী জরিমানা ২৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে।
প্রথমে হাওড়া পুরসভার ২১ নম্বর ও ২২ নম্বর ওয়ার্ডে শুরু হবে এই পাইলট প্রকল্প। এ জন্য ৮০ জন পুরকর্মীকে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। ভবিষ্যতে ওই ওয়ার্ড দু’টির কোথায় কত দোকান, বা বাড়ি রয়েছে তা সমীক্ষা করে দেখবে ওই দল। এ ছাড়াও এই কাজের দায়িত্ব দেওয়ার জন্য ইতিমধ্যেই এজেন্সি খোঁজার কাজ শুরু করেছে পুরসভা।