অল্প বৃষ্টিতেই জল জমে যায় তপসিয়ায়।—ফাইল চিত্র।
বাইপাসের তপসিয়া সংলগ্ন এলাকায় বরাবরই সামান্য বৃষ্টিতে জল জমে যায়। চলতি বর্ষায় ওই এলাকাই শহরের অন্যতম জলমগ্ন অঞ্চল হিসেবে চিহ্নিত হয়েছে। কারণ তপসিয়ার কাছে বাইপাসের উপরে নিকাশির যে ভূগর্ভস্থ পাইপলাইন রয়েছে, তার মুখ বন্ধ হয়ে গিয়েছে। সমস্যা মেটাতে নির্দেশ দেওয়া হয়েছে কেএমডিএ-কে।
পুরসভার নিকাশি দফতরের আধিকারিকেরা জানিয়েছেন, বৃষ্টির জমা জল সরানোর জন্য যে বিকল্প জায়গার ব্যবস্থা করা হয়েছে, সমস্যা সেখানেও। তাই নতুন কোনও জায়গা চিহ্নিত করে সেখান দিয়ে জল সরানোর বন্দোবস্ত করা যায় কি না, দেখা হচ্ছে।
পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য তথা নিকাশি দফতরের প্রাক্তন মেয়র পারিষদ তারক সিংহ বলেন, ‘‘ভূগর্ভস্থ পাইপলাইন কোনও কারণে অবরুদ্ধ হয়ে পড়েছে। কেএমডিএ ওই পাইপলাইন তৈরি করেছিল। তাদের সঙ্গে যোগাযোগ করে পাইপলাইন মেরামত করতে বলা হয়েছে।’’ কেএমডিএ কর্তৃপক্ষ জানিয়েছেন, পাইপলাইন তৈরি হওয়ার পরে ওই এলাকায় বিভিন্ন ধরনের কাজ হয়েছে। তাই ঠিক কী কারণে পাইপলাইন আটকে গিয়েছে, তা বলা সম্ভব নয়।
পুরসভার নিকাশি দফতরের আধিকারিকেরা জানাচ্ছেন, আগে ওই এলাকার নিকাশি জল পাইপলাইনের মাধ্যমে ধাপার জয়হিন্দ জলপ্রকল্পের পাশ দিয়ে গিয়ে খালে পড়ত। কিন্তু জলপ্রকল্প এলাকা কাদামাটিতে ভরে থাকে। সেই কাদাই শুকিয়ে ওই পাইপের মুখে জমাট বেঁধে গিয়েছে।
পুর কর্তৃপক্ষ জানিয়েছেন, তপসিয়ার জমা জল যাতে সায়েন্স সিটির পাশ দিয়ে নিয়ে গিয়ে খালে ফেলা যায়, তার পরিকল্পনা চলছে। অম্বেডকর পাম্পিং স্টেশনের পাশের খালেও ওই জল ফেলা হতে পারে। দু’টি সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে।