Sewage Office

বৃষ্টির আশঙ্কায় নিকাশি দফতরে ছুটি বাতিল

পুরসভা সূত্রের খবর, বৃষ্টির আশঙ্কা থাকায় নিকাশি দফতরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২০ ০৩:০০
Share:

ফাইল চিত্র।

এ বারের দুর্গাপুজোয় আশঙ্কা রয়েছে বৃষ্টির। তাই রাস্তায় জল জমে মানুষের দুর্ভোগ যাতে না বাড়ে, তার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুরসভার নিকাশি দফতরকে।

Advertisement

পুরসভা সূত্রের খবর, বৃষ্টির আশঙ্কা থাকায় নিকাশি দফতরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। কন্ট্রোল রুম-সহ পুরসভার সব ক’টি পাম্পিং স্টেশনও খোলা থাকছে পুজোর সময়ে। এ ছাড়া, পামারবাজার, টালা ও দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় তৈরি রাখা হচ্ছে নিকাশির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের গাড়ি ও সরঞ্জাম। পুর ভবনের বাইরেও থাকবে আলাদা একটি বিশেষ দল।

কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর অন্যতম সদস্য তথা নিকাশি দফতরের প্রাক্তন মেয়র পারিষদ তারক সিংহ বলেন, “প্রতি বছরের মতো এ বারেও প্রস্তুত থাকছি। যে হেতু এ বছর পরিস্থিতি ভিন্ন, তাই বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। জল যাতে না জমে, তা নিশ্চিত করতে গালিপিট পরিষ্কার রাখা হবে। যে সমস্ত নিচু এলাকায় অল্প বৃষ্টিতেই জল জমে যায়, সেখানেও কর্মীদের মোতায়েন রাখা হবে।’’ কোথাও কোনও গালিপিটে প্লাস্টিক বা কঠিন বর্জ্য জমলে তা দ্রুত পরিষ্কার করতে পুরকর্মীদের বিভিন্ন এলাকায় মোতায়েন করা হচ্ছে। তবে করোনার কারণে একসঙ্গে বেশি লোক রাখা হবে না।

Advertisement

পুরসভা সূত্রের খবর, সপ্তাহ তিনেক আগে ৪৫ মিনিটের বৃষ্টিতে ভেসে গিয়েছিল ঠনঠনিয়া অঞ্চল। যদিও সে বার ঘণ্টাখানেকের মধ্যেই জল নেমে যায়। এ ছাড়া, সংযুক্ত এলাকার গড়িয়া ও বেহালার বিভিন্ন অংশ, খিদিরপুর, মোমিনপুর এবং ওয়াটগঞ্জে ভূগর্ভস্থ নিকাশি নালার কাজ চলায় অল্প বৃষ্টিতেই জল জমে থাকছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement