Heroin case

সাত কোটির হেরোইন উদ্ধার, ধৃত তিন

লালবাজারের নার্কোটিক্স বিভাগের গোয়েন্দারা ওই গুঁড়ো পরীক্ষা করে বুঝতে পারেন, সেটি আসলে হেরোইন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২০ ০২:২৬
Share:

প্রতীকী ছবি।

‘নো এন্ট্রি’ জ়োনে ঢুকে লরি দাঁড় করানোই কাল হল! তার

Advertisement

উপরে লরির নম্বর প্লেটে নাগাল্যান্ড লেখা থাকায় সন্দেহ দৃঢ় হয় পুলিশের।

বৃহস্পতিবার দুপুরে উত্তর কলকাতার চিড়িয়ামোড়ের কাছে বি টি রোডে নো পার্কিং এলাকায় দাঁড়িয়ে থাকা ওই লরিটি তল্লাশি করে মিলল বস্তাবন্দি একের পর এক প্যাকেট। তার মধ্যে ছিল গুঁড়ো পাউডার। লালবাজারের নার্কোটিক্স বিভাগের গোয়েন্দারা ওই গুঁড়ো পরীক্ষা করে বুঝতে পারেন, সেটি আসলে হেরোইন। তদন্তকারীরা জানান, লরির কেবিনে লুকিয়ে রাখা প্রায় সাত কেজি হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজারদর প্রায় সাত কোটি টাকা। সাম্প্রতিক অতীতে এত বিপুল অঙ্কের মাদক উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মহম্মদ ওয়ারিস খান, ডি লুংনিপা এবং ইরফান খান। সকলেই মণিপুরের বাসিন্দা। প্রাথমিক ভাবে তদন্তকারীরা জেনেছেন, মাদক নিয়ে লরিটি মায়ানমার থেকে আসছিল। ওই মাদক মহেশতলায় পাচার করার পরিকল্পনা করেছিল ধৃতেরা। পুলিশের অনুমান, এর পিছনে বড় কোনও চক্র জড়িত। লালবাজারের এক কর্তা বলেন, ‘‘ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’’ আজ, শুক্রবার তিন জনকে আদালতে তোলা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement