নিয়োগে বহাল স্থগিতাদেশ 

আশিসবাবু বুধবার শুনানিতে জানান, কমিশন নতুন করে ওই শংসাপত্র পেশ করতে বলতে পারে না। বরং কোনও ওবিসি প্রার্থীর বার্ষিক আয় কত, তার পুনর্মূল্যায়ন করে জেলাশাসকের দেওয়া শংসাপত্র দিতে বলতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৯ ০১:০২
Share:

বঙ্গবাসী কলেজ।—ফাইল চিত্র।

বঙ্গবাসী কলেজে ইতিহাসের শিক্ষক নিয়োগের উপরে স্থগিতাদেশের মেয়াদ ৯ অগস্ট পর্যন্ত বাড়িয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী। এক প্রার্থীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে গত ১০ জুলাই ওই স্থগিতাদেশ জারি করেছিলেন তিনি।

Advertisement

খিদিরপুরের বাসিন্দা সালেহা বেগম ফকিরচাঁদ কলেজে আংশিক সময়ের ইতিহাসের শিক্ষিকা ছিলেন। তাঁর আইনজীবী আশিসকুমার চৌধুরী জানান, ২০১৮ সালে সালেহা কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ওবিসি-এ তালিকাভুক্ত। কাউন্সেলিংয়ের সময়ে সালেহাকে তাঁর ওবিসি-এ শংসাপত্র ‘আপ টু ডেট’ করে দাখিল করতে বলেন কলেজ সার্ভিস কমিশন কর্তৃপক্ষ। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা করেন ওই প্রার্থী।

আশিসবাবু বুধবার শুনানিতে জানান, কমিশন নতুন করে ওই শংসাপত্র পেশ করতে বলতে পারে না। বরং কোনও ওবিসি প্রার্থীর বার্ষিক আয় কত, তার পুনর্মূল্যায়ন করে জেলাশাসকের দেওয়া শংসাপত্র দিতে বলতে পারে। কমিশনের কৌঁসুলি জানান, সালেহার সেই শংসাপত্র রয়েছে কি না, তা জেনে ৯ অগস্ট জানানো হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement