Coronavirus Lockdown

ফি মকুবের দাবিতে বিক্ষোভে সাঁতরাগাছি

অভিভাবকদের বক্তব্য, লকডাউনের জেরে প্রায় তিন মাস বন্ধ রয়েছে স্কুল। অনেক অভিভাবকের হাতে এখন কাজ নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০২০ ০১:২৮
Share:

প্রতীকী ছবি।

স্কুল বন্ধ, তাই নেওয়া যাবে না ফি। এই দাবিতে এ বার হাওড়ার সাঁতরাগাছিতে প্ল্যাকার্ড, পোস্টার হাতে সরব হলেন অভিভাবকেরা। মঙ্গলবার সকালে একটি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে এই বিক্ষোভকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়।

Advertisement

অভিভাবকদের বক্তব্য, লকডাউনের জেরে প্রায় তিন মাস বন্ধ রয়েছে স্কুল। অনেক অভিভাবকের হাতে এখন কাজ নেই। এই অবস্থায় স্কুলের ফি তাঁদের উপরে অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাই এই তিন মাসের ফি মকুবের দাবি তোলেন তাঁরা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গিয়েছে, স্কুল থেকে অভিভাবকদের জানানো হয়েছিল, এ দিন সকালে পড়ুয়াদের পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে। কিন্তু তাঁরা স্কুলে এসে জানতে পারেন, রেজাল্ট দেওয়া হবে না। এর পরেই অভিভাবকেরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ওই স্কুলের অভিভাবক ফোরামের সভাপতি সুকান্ত পোদ্দার বলেন, ‘‘যত দিন স্কুল বন্ধ ছিল, তত দিনের ফি নেওয়া যাবে না। কারণ অনেক অভিভাবকই লকডাউনে কাজ করতে পারেননি। তাই তাঁরা ছেলেমেয়েদের স্কুলের ফি দিতে পারবেন না।’’

Advertisement

বিক্ষোভকারীদের বক্তব্য, প্রয়োজনে স্কুলের প্রায় দু’হাজার পড়ুয়ার অভিভাবকেরা ভাগ করে শিক্ষকদের বেতনের টাকা দিয়ে দেবেন। কিন্তু স্কুলের মাসিক দু’হাজার টাকা ফি তাঁরা দিতে পারবেন না। যদিও অভিভাবকদের এই দাবির প্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষের থেকে এ দিন কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement