প্রতীকী ছবি।
পরিপাটি পোশাক, পিঠে স্কুলের ব্যাগ। উদ্দেশ্যহীন ভাবে যশোর রোডে ঘোরাঘুরি করছিল বছর তেরোর এক নাবালিকা। তাকে দেখে সন্দেহ হয় কর্তব্যরত ট্র্যাফিক পুলিশকর্মীর। মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করে তিনি জানতে পারেন, একটি হিন্দি সিরিয়ালের অভিনেতা তার খুব প্রিয়। তাঁর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে পালিয়েছে সে। গন্তব্য মুম্বই। এর পরে মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাকে ফিরিয়ে দেয় পুলিশ। মঙ্গলবার রাতে, বারাসত থানার চাঁপাডালির ঘটনা।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বাঁশদ্রোণী এলাকার বাসিন্দা সপ্তম শ্রেণির ওই ছাত্রীটি মঙ্গলবার বিকেলে স্কুলের ব্যাগে কিছু পোশাক, গয়না-সহ মায়ের একটি হাতব্যাগ এবং নগদ ২০ হাজার টাকা নিয়ে বেরিয়ে পড়ে। অন্য ঘরে তখন ঘুমোচ্ছিলেন মা। বাড়ি থেকে বেরোনোর আগে ওই কিশোরী তার এক বান্ধবীকে ফোন করে মুম্বই যাওয়ার কথা জানায়। তার পরে সেখান থেকে একটি বাসে উঠে পড়ে। বাস এসে থামে শেষ গন্তব্য চাঁপাডালিতে।
বাসস্ট্যান্ড থেকে বেরিয়ে চাঁপাডালি মোড়ের কাছে ইতস্তত ঘোরাঘুরি করতে থাকে মেয়েটি। সেখান থেকে কী ভাবে মুম্বই যাওয়া যাবে, স্থানীয় কয়েক জন দোকানিকে তা জিজ্ঞাসাও করে। ঘণ্টা দুয়েক এ ভাবে কাটানোর পরে ঘটনাটি নজরে আসে কর্তব্যরত ট্র্যাফিক পুলিশকর্মীদের। তাঁরা মেয়েটিকে অফিসে নিয়ে আসেন।
সব শুনে কিশোরীর মায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পুলিশ। কিন্তু তাঁকে ফোনে পাওয়া যায়নি। এর পরে মেয়েটির ওই বান্ধবীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে সব জানায় পুলিশ। সেই সূত্রে যোগাযোগ হয় মেয়েটির পরিবারের সঙ্গে। মঙ্গলবার রাতেই বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয় কিশোরীকে।
মেয়েকে এ ভাবে খুঁজে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তার বাবা-মা। মা সোমা প্রামাণিক বুধবার বলেন, ‘‘বিকেলে একটু ঘুমিয়েছিলাম। সেই ফাঁকে মেয়ে এমন কাণ্ড ঘটিয়েছে। পুলিশ না থাকলে হয়তো মেয়ের বড় ক্ষতি হয়ে যেত।’’ আর বারাসত ট্র্যাফিক পুলিশের আধিকারিক আশিস চক্রবর্তী বলেন, ‘‘ভাগ্যিস ঘটনাটি আমাদের নজরে পড়েছিল। মেয়েটির সঙ্গে কথা বলে সব জানার পরে তাকে বাড়িতে ফেরাতে পেরে ভাল লাগছে।’’