Kolkata Metro

এসপ্লানেড ও হাওড়া ময়দান মেট্রোয় প্রস্তুতি পরিদর্শনে জি এম

শুক্রবার সেই প্রস্তুতি ঘুরে দেখেন কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি এবং অন্যান্য শীর্ষ আধিকারিকেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০২৩ ০৭:৫৬
Share:

—প্রতীকী চিত্র।

চলতি বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে শহরের একাধিক মেট্রোপথে পরিষেবা শুরু করতে চান মেট্রো কর্তৃপক্ষ। এখন ইস্ট-ওয়েস্ট মেট্রোপথে এসপ্লানেড এবং হাওড়া ময়দানের মধ্যে দু’টি রেক নিয়ে নিয়মিত মহড়া চলছে। শুক্রবার ওই পথের বিভিন্ন প্রস্তুতি ঘুরে দেখেন কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার ও আধিকারিকেরা।

Advertisement

এই মুহূর্তে মেট্রো কর্তৃপক্ষের প্রধান লক্ষ্য দু’টি। আগামী সেপ্টেম্বরের মধ্যে জোকা-তারাতলা মেট্রোকে মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত করা ও ডিসেম্বরের মধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত ৪.৮ কিলোমিটার অংশে পরিষেবা চালু করা। সে জন্য নিয়মিত মহড়া অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার সেই প্রস্তুতি ঘুরে দেখেন কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি এবং অন্যান্য শীর্ষ আধিকারিকেরা।

এ দিন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার এসপ্লানেড স্টেশন থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রোয় সফর করেন। এসপ্লানেড স্টেশনে দুই মেট্রোর যাত্রীদের যাতায়াতের জন্য সংযোগকারী পথ ছাড়াও নতুন স্টেশনে যাত্রীদের ঢোকা এবং বেরোনোর পথ, প্ল্যাটফর্ম, স্টেশনের প্রবেশপথের নীচে থাকা মধ্যবর্তী তল-সহ খুঁটিনাটি ঘুরে দেখেন তিনি। সফরের সময়ে চালকের কেবিন থেকে নদীর নীচের সুড়ঙ্গ, ট্র্যাক এবং সুড়ঙ্গপথের আলো ও একাধিক আপৎকালীন ব্যবস্থাও খতিয়ে দেখেন।

Advertisement

জিএমের সঙ্গে ছিলেন মেট্রোর প্রিন্সিপ্যাল চিফ অপারেশন্স ম্যানেজার সৌমিত্র বিশ্বাস, প্রিন্সিপ্যাল চিফ ইঞ্জিনিয়ার ভি কে শ্রীবাস্তব ও অন্য আধিকারিকেরা। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, নির্ধারিত সময়ে কাজ শেষ করায় জোর দিয়েছেন জিএম। চলতি বছরের শেষে আরও ১০-১১ কিলোমিটার মেট্রোর মানচিত্রে যুক্ত হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement