প্রতীকী ছবি
বাইরে থেকে দরজা তালাবন্ধ করে গভীর রাতে একটি পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল। রবিবার ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার কন্দর্পপুর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই রাতে ঘরের বাইরে রাখা মোটরবাইক দাউদাউ করে জ্বলতে দেখে বাড়ির সদস্যেরা ঘুম থেকে উঠে ঘরের বাইরে আসার চেষ্টা করেন। কিন্তু বাড়ির বাইরে বেরোনোর সময়ে তাঁরা বুঝতে পারেন দরজা বাইরে থেকে তালা দেওয়া। বাড়ির অন্য একটি দরজাও কাপড় দিয়ে বেঁধে আটকে দেওয়া রয়েছে। কোনও ভাবে দরজার ওই কাপড়ের বাঁধন খুলে বাড়ির সবাই বাইরে বেরিয়ে আসেন। এর পরে চিৎকার চেঁচামেচি শুনে তাঁদের প্রতিবেশীরাও ছুটে আসেন। জল দিয়ে মোটরবাইকের আগুন নেভানো হয়। পরে দেখা যায় বাড়ি সব কয়টি জানলা ও দরজা পেট্রল দিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছে।
অভিযোগ, মোটরবাইকের আগুন ছড়িয়ে দিয়ে গোটা বাড়ি পুড়িয়ে দেওয়ার চক্রান্ত করা হয়েছিল। গৃহকর্তা জুর হাসান খান বলেন, ‘‘কয়েক দিন আগে সন্ধ্যার সময়ে এক তরুণ-তরুণী আমাদের এলাকায় প্রকাশ্যে অস্বস্তিকর অবস্থায় বসেছিলেন। আমরা আপত্তি জানাই। তাতে ওঁরা আমাদের লক্ষ্য করে ইট ছোড়েন। আমাদের বাড়ির লোকজন ইটের আঘাতে জখম হন। আমরা ওই ঘটনা নিয়ে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগও দায়ের করি। স্থানীয় হাসপাতালে চিকিৎসাও করাই। আমার ধারণা পুলিশের কাছে অভিযোগ করায় বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে আমাদের পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল।’’
ওই বাড়িতে ছ’জন সদস্য রয়েছেন। পরিবারে একটি চার মাসের শিশুও রয়েছে। আগুনের ঘটনায় পরিবারের লোকজন আতঙ্কিত। সোমবার সকালে ঘটনাস্থলে যায় পুলিশ। ওই পরিবারের কাছ থেকে অভিযোগের ভিত্তিতে নানা তথ্য সংগ্রহ করেছেন তদন্তকারীরা। বারুইপুর জেলা পুলিশের এক কর্তা বলেন, ‘‘ওই ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজ করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’