মেয়র ফিরহাদ হাকিম।—ফাইল চিত্র।
শহর জুড়ে কেব্ল-সহ নানা পরিষেবার তারের একাংশ নিষ্ক্রিয় থাকলেও সেগুলি সরানো হয় না বলে অভিযোগ। সোমবার কেব্ল টিভি ও তার যন্ত্রাংশ শিল্পের সম্মেলনে গিয়ে তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে মেয়র ফিরহাদ হাকিমের হুঁশিয়ারি, এই অবস্থা চললে পরের বার তিনি সম্মেলনে যাবেন না। তার সরাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মেয়র ফিরহাদ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছিলেন।
সাধারণত প্রতি বছরই ফিরহাদকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানান কেব্ল টিভি সম্মেলনের উদ্যোক্তারা। এ দিন মেয়র বলেন, ‘‘দুর্ভাগ্যজনক ভাবে শহরের বিভিন্ন জায়গায় কেব্লের জঙ্গল দেখি। এগুলো সরাতে সহযোগিতা করুন। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কলকাতাকে বিশ্বের এক নম্বর শহর হিসেবে গড়তে চাই আমরা। এই তারের জঙ্গল মেনে নিচ্ছি মানে এই নয় যে কড়া পদক্ষেপ নিতে পারি না। নিষ্ক্রিয় কেব্লগুলি আপনারা চিহ্নিত করুন। পুরসভা তা কেটে দেবে। আপনারা তা না করলে আমি আর পরের বার এখানে আসব না।’’
শহরের অন্যতম মাল্টি সার্ভিস অপারেটর সংস্থার কর্তা সুরেশ শেঠিয়া পরে বলেন, ‘‘আমরা মেয়রের সঙ্গে সহমত। ওঁদের সঙ্গে সহযোগিতা করব। তবে টেলিকম পরিষেবা-সহ নানা সংস্থার তারও রয়েছে। আমরা পুজোর সময়ে বড় রাস্তায় আমাদের নিষ্ক্রিয় তারগুলি একসঙ্গে সরিয়ে ছিলাম। আবারও করব।’’