Firhad Hakim

Bhabanipur bypoll: ভোটের আগের রাতে অবসাদে আত্মঘাতী বিজেপি কর্মী, বললেন ফিরহাদ

মন্ত্রী বলেন, ‘‘কর্মী আত্মহত্যা করেছে, অথচ বিজেপি-র কেউ খোঁজও নিতে আসেননি।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ ১০:২৫
Share:

ফিরহাদ হাকিম।

ভবানীপুরে উপনির্বাচনের আগের রাতে অবসাদে আত্মহত্যা করেছেন এক বিজেপি কর্মী। জানালেন পরিবহণ ও আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম।

ফিরহাদ বলেছেন, ‘‘যিনি আত্মহত্যা করেছেন, তিনি আমার বন্ধু। নাম ইন্দ্রজিৎ সেন। গত বছর ওকে ভুল বুঝিয়ে বিজেপি-তে যোগ দেওয়ানো হয়েছিল। পরে ভুল বুঝতে পারলেও লজ্জায় আর আমার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। কাল রাতে আত্মহত্যা করেছে।’’

Advertisement

ফাইল ছবি।

বুধবার ভবানীপুরে উপনির্বাচন চলাকালীনই বিজেপি-র বিরুদ্ধে কর্মীর প্রতি অবহেলার অভিযোগও আনেন ফিরহাদ। মন্ত্রী বলেন, ‘‘কর্মী আত্মহত্যা করেছে, অথচ বিজেপি-র কেউ খোঁজও নিতে আসেননি।’’ তিনি এ-ও বলেন, ‘‘আসলে বিজেপি-র কোনও অর্গানাইজেশন নেই। যাঁদের গত বছর বুঝিয়ে সুঝিয়ে বিজেপি-তে নিয়ে এসেছিল, তাঁরা ফিরে যাচ্ছেন। দরজায় দরজায় ঘুরে নির্বাচনী প্রচারের সময় তাঁরা আমার সঙ্গে যোগাযোগ করেছেন। ফিরতে চেয়েছেন।’’

ফিরহাদকে প্রশ্ন করা হয়েছিল, উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে কেমন ভোট পড়বে বলে তাঁর মনে হয়? ফিরহাদ বলেন, ‘‘ভাল ভোট পড়বে। সাধারণ নির্বাচনের মতো না হলেও ভাল ভোট পড়েছে সকাল থেকে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement