ইডেন গার্ডেন্সে আইপিএল ম্যাচ চলাকালীন আতসবাজি পোড়ানোয় দূষণ হয়, এই যুক্তিতে বাজি পোড়ানোর উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা পুলিশ। সেই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)।
বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে নির্দেশ দিয়েছেন, এ দিন রাতে আইপিএল ম্যাচ চলাকালীন আতসবাজি পোড়ানো পরীক্ষা করে, তার দূষণ সংক্রান্ত রিপোর্ট আগামী ৬ মে আদালতে পেশ করতে হবে।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল-এর আইনজীবী জয়দীপ কর ও বিল্বদল ভট্টাচার্য এ দিন আদালতে দাবি করেন, ইডেনে যে আতসবাজি পোড়ানো হয়, তাতে শুকনো বরফ ব্যবহার করা হয়। ফলে তার থেকে দূষণ বা আগুনের ফুলকি ছিটকে দুর্ঘটনার সম্ভাবনা অনেকটা কম।
বিচারপতি দত্ত এ দিন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আইনজীবী নয়ন বিয়ানিকে জানিয়েছেন, পর্ষদের রিপোর্টে যদি দূষণের উল্লেখ না থাকে, তা হলে ইডেনে আইপিএল
বা টি-২০ খেলা চলাকালীন আতসবাজি পোড়ানোর ব্যাপারে তিনি নির্দেশিকা তৈরি করে দেবেন।