রক্ষণাবেক্ষণের জন্য বাতিল বহু ট্রেন। —ফাইল চিত্র।
আগামী দু’দিন ট্রেন চলাচল ব্যাহত হবে হাওড়া শাখায়। শুক্রবার রাতে একটি বিজ্ঞপ্তি জারি করে জানাল রেল। রেললাইন, সিগন্যালের রক্ষণাবেক্ষণ এবং ওভারহেড তারে বৈদ্যুতিকরণ(ওএইচই)-এর কাজের জন্য হাওড়া শাখায় ব্যাহত হবে ট্রেন চলাচল। আগামী ২২ ও ২৩ তারিখ অর্থাৎ শনিবার এবং রবিবার এই কাজ চালাবে রেল।
রেলের তরফ থেকে জানানো হয়েছে, হাওড়া-বর্ধমান কর্ড লাইন, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া। কাটোয়া-আজিমগঞ্জ এবং খনা-ঘুমানি শাখায় রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এই দু’দিন উপরোক্ত শাখাগুলিতে বেশ কিছু ট্রেন বাতিল থাকবে। বেশ কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে এবং কয়েকটির যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে।
শনি ও রবিবার যে সব ট্রেন বাতিল করা হয়েছে—
• হাওড়া থেকে: ৩৭৩৬৩, ৩৭২২৯, ৩৭২৩৭, ৩৭৮১৯, ৩৭৬৫১, ৩৬৮২৩, ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৬৮২৯, ৩৬৮৩১, ৩৬০৩৩, ৩৬০৩৫, ৩৭৯১৫
• বর্ধমান থেকে ৩৭৮৩২, ৩৬৮৩৪, ৩৬৮৩৬, ৩৬৮৩৮, ৩৬৮৪০, ৩৭৮৪২, ০৩৫৮৭
• আরামবাগ থেকে: ৩৭৩৬৪
• ব্যান্ডেল থেকে: ৩৭৫৩৬, ৩৭৫৩৮, ৩৭২৪২, ৩৭২৪৪, ৩৭৭৪৯
• নৈহাটি থেকে: ৩৭৫৩৫, ৩৭৫৩৭
• মেমারি থেকে: ৩৭৬৫২
• চন্দনপুর থেকে: ৩৬০৩৪, ৩৬০৩৬
• ডানকুনি থেকে: ৩২২২৮, ৩২২৩০, ৩২২৩২, ৩২২৩৪, ৩২২৩৬
• শিয়ালদহ থেকে: ৩২৪১১, ৩২২২৭, ৩২২২৯, ৩২২৩১, ৩২২৩৩, ৩২২৩৫
• বারুইপাড়া থেকে: ৩২৪১২
• রামপুরহাট থেকে: ০৩৫৮৮
• কাটোয়া থেকে: ৩৭৭৪৮, ৩৭৯২৪, ০৩০৯৫, ০৩০৯৭, ০৩০৩৫
• আজিমগঞ্জ থেকে: ০৩০৯৬, ০৩০৯৮, ০৩০৩৬
এই দু’দিন রক্ষণাবেক্ষণের কাজের জন্য যাত্রীদের যে দুর্ভোগের মধ্যে পড়তে হতে পারে তার জন্য আগে ভাগেই ক্ষমা চেয়ে নিয়েছে রেল কর্তৃপক্ষ