—প্রতীকী চিত্র।
উল্টোডাঙায় অগ্নিকাণ্ড। মঙ্গলবার দুপুরে উল্টোডাঙার মুরারিপুকুর এলাকার একটি গুদামে আগুন লাগে। স্থানীয় সূত্রে খবর, ওই গুদামে মার্বেল প্যাকিংয়ের কাজ হত। ভিতরে দাহ্য পদার্থও ছিল। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
ওই গুদামঘর লোকালয়ের মাঝে হওয়ায় খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী। আগুন যাতে আশপাশের বাড়িগুলিতে ছড়িয়ে না পড়ে সে জন্য প্রথমেই দমকলের পাঁচটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। কিন্তু তাতেও আগুন নিয়ন্ত্রণে না আসায় আরও পাঁচটি দমকলের গাড়ি আনার ব্যবস্থা করা হয়।
দুপুরে মুরারিপুকুরের ওই গুদামে ১০টি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুনে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।