বাড়ির চার তলা পর্যন্ত ছড়িয়ে গিয়েছে ধোঁয়া। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন। ছবি: প্রতীকী
মধ্য কলকাতার একটি বহুতলে আগুন। এক তলার সিঁড়িতে আগুন নাগে। চার তলা পর্যন্ত ছড়িয়ে গিয়েছে ধোঁয়া। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৪টি ইঞ্জিন। বাড়ি থেকে বাসিন্দাদের বার করে আনা হচ্ছে। কী কারণে আগুন লেগেছে, খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩ নম্বর ম্যাঙ্গো লেনের ওই বাড়িতে আগুন লেগেছে। সেখানে লোকজন বাস করেন। পাশাপাশি বাণিজ্যিক কাজেও ব্যবহৃত হয়। রবিবার রাতে বাড়িটির সিঁড়ি থেকে ধোঁয়া বার হতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান দমকলবাহিনী। শুরু হয় উদ্ধার কাজ।
দমকল বাহিনীর তরফে জানানো হয়েছে, আপাতত বাড়িতে কেউ আটকে নেই বলেই তাদের মত। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে আসল কারণ খতিয়ে দেখা হচ্ছে।