Rahul Gandhi

হিন্দি বলয়ে সরকার গড়বে কংগ্রেসই! ভারত জোড়ো যাত্রার মাঝে কেন এমন দাবি করলেন রাহুল গান্ধী

রাহুল আবারও মনে করিয়ে দিলেন, ভয়, ঘৃণা, হিংসা, বেকারত্বের বিরুদ্ধে তাঁর এই যাত্রা। তাঁর দাবি, দক্ষিণের তুলনায় তাঁরা আরও ভাল সাড়া পেয়েছেন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৩ ১৮:২৪
Share:

হিন্দি বলয়ে সরকার গড়বে কংগ্রেস। দাবি রাহুলের। ছবি: টুইটার।

দক্ষিণের তুলনায় উত্তর ভারতের রাজ্যগুলিতে দারুণ সাড়া পেয়েছে কংগ্রেস। তাই হিন্দি বলয়ে সরকার গড়বে কংগ্রেস। ‘ভারত জোড়ো যাত্রা’-র মাঝেই দাবি করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

Advertisement

হরিয়ানার কুরুক্ষেত্রে দাঁড়িয়ে রাহুল রবিবার বলেন, ‘‘দেশের সব জায়গায় দারুণ সাড়া পাচ্ছে ভারত জোড়ো যাত্রা।’’ তিনি আবারও মনে করিয়ে দিলেন, ভয়, ঘৃণা, হিংসা, বেকারত্বের বিরুদ্ধে তাঁর এই যাত্রা। তার পরেই তিনি বলেন, ‘‘অনেকেই বলেছিলেন বিজেপি শাসিত রাজ্য এবং হিন্দি বলয়ে আমরা সাড়া পাব না। কিন্তু আদতে এই রাজ্যগুলিতে অনেক ভাল সাড়া পাচ্ছি। দিন দিন তা বাড়ছে।’’

রবিবার আবারও কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল ‘ভারত জোড়ো যাত্রা’-র সমালোচকদের একহাত নিয়েছেন । তাঁর কথায়, ‘‘অনেকে বলেছিলেন, কেরলে যতটা সাড়া পাব, বিজেপি শাসিত কর্নাটকে ততটা পাব না। কিন্তু আসলে আমরা সেখানে আরও ভাল সাড়া পেয়েছি। তার পর ওঁরা বললেন, দক্ষিণ ভারতে আমরা যতটা সাড়া পেয়েছি, মহারাষ্ট্রে পাব না। সেখানে যখন আমরা পৌঁছলাম, তখন দক্ষিণের থেকেও ভাল সাড়া পেলাম।’’

Advertisement

এখানেই থামেননি রাহুল। তিনি নিন্দকদের পাল্টা তোপ দেগেছেন। রাহুল বলেন, ‘‘সমালোচকরা বলেন, হিন্দি বলয়ে আমরা ভাল সাড়া পাব না। মধ্যপ্রদেশে যা সাড়া পেলাম, তা ওই দাবিকে ভুল প্রমাণিত করেছে। এর পর বিজেপি শাসিত হরিয়ানায় যখন পৌঁছলাম, তখন আরও ভাল সাড়া পেলাম। ক্রমেই আমরা আরও ভাল সাড়া পাচ্ছি।’’ এর পরেই রাহুল সংবাদ মাধ্যমের সামনে দাবি করে বলেন, ‘‘দক্ষিণের তুলনায় আমরা সত্যিই ভাল সাড়া পেয়েছি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানায়। আমরা এখানে সরকার গড়ব যা গরিব এবং কৃষকদের পাশে থাকবে।’’

রাহুল আরও এক বার দাবি করেন যে, না চাইতেও বিজেপি তাঁকে বাড়তি গুরুত্ব দেয়। তাঁর কথায়, ‘‘রাহুল গান্ধী বিজেপির মনে রয়েছে। বিজেপি আমার মনে নয়। আমি নিজের ভাবমূর্তি নিয়ে ভাবি না।’’ এর পর গীতার প্রসঙ্গ তুলে রাহুল বলেন, ‘‘গীতায় বলা হয়েছে, কর্ম করে যাও, ফলের আশা কোরো না। অর্জুন যখন মাছের চোখ নিশানা করেছিল, তখন ভাবেননি, লক্ষ্যভেদ করে তিনি কী করবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement