The Statesman

স্টেটসম্যান হাউসের পাশের বিল্ডিংয়ে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে

স্টেটসম্যান হাউসের পাশের বিল্ডিংয়ে একটি অফিস রয়েছে। একটি বেসরকারি সংস্থা রাতে সেখানে সংস্কারের কাজ করছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২১ ২৩:১০
Share:

—প্রতীকী ছবি

সংস্কারের কাজ চলাকালীন আগুন লাগল চাঁদনি চকে স্টেটসম্যান হাউসের পাশের বিল্ডিংয়ে। শনিবার রাতে ওই বিল্ডিংয়ের তিনতলায় আগুনের শিখা দেখতে পাওয়া যায়। তবে সে সময় ঘটনাস্থলে কেউ না থাকায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, স্টেটসম্যান হাউসের পাশের বিল্ডিংয়ে একটি অফিস রয়েছে। একটি বেসরকারি সংস্থা রাতে সেখানে সংস্কারের কাজ করছিল। সে সময় হঠাৎই সেখানেই আগুন লাগে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় দমকলের ২টি ইঞ্জিন। তবে প্রথম দিকে আগুন নিয়ন্ত্রণে না এলে পরে সেখানে আরও ১টি ইঞ্জিন পৌঁছয়।

দমকলকর্মীরা জানিয়েছেন, আপাতত আগুন নিভে গিয়েছে। তবে ওই বিল্ডিং খালি করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে অফিসের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

Advertisement

আরও পড়ুন: সৌরভের করোনা রিপোর্ট নেগেটিভ, ফের ‘স্টেন্ট’ বসানো নিয়ে সিদ্ধান্ত রবিবার

আরও পড়ুন: সোমে কলকাতায় বাইক র‌্যালিতে শোভন-বৈশাখী, সঙ্গে কৈলাসও

পুলিশ জানিয়েছে, অফিসের ভেতর কেউ না থাকায় বড়সড় বিপদ হয়নি। কী কারণে ওই বিল্ডিংয়ে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement