Child Missing

হুগলির বাড়ি থেকে নিখোঁজ শিশু, তল্লাশি চালাতে আনা হল ড্রোন, এল পুলিশ কুকুরও

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ শিশুটির বয়স পাঁচ বছর। নাম স্বর্ণাভ সাহা। তার পরিবার বলাগড় থানার গুপ্তিপাড়ার বাধাগাছি এলাকার বাসিন্দা। শনিবার সকালে খেলতে খেলতে হঠাৎই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় সে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ২৩:১০
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল শিশু। শনিবার হুগলির বলাগড় থানার গুপ্তিপাড়া এলাকার ঘটনা। তল্লাশি চালাতে নিয়ে আসা হয়েছে ড্রোন। আনা হয়েছে পুলিশ কুকুরও। কিন্তু ২৪ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও শিশুটির খোঁজ মেলেনি।

Advertisement

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ শিশুটির বয়স পাঁচ বছর। নাম স্বর্ণাভ সাহা। তার পরিবার বলাগড় থানার গুপ্তিপাড়ার বাধাগাছি এলাকার বাসিন্দা। শনিবার সকালে খেলতে যাওয়ার খেলতে বাড়ি থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যায় সে। বেশ কিছু ক্ষণ কেটে গেলেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন শিশুটির পরিজনেরা। কিন্তু গোটা এলাকা তন্নতন্ন করে খুঁজেও পাওয়া যায়নি তাকে।

এর পরেই পুলিশে অভিযোগ দায়ের করে শিশুটির পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বলাগড় থানার পুলিশ। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত সুপার কল্যাণ সরকার, ডিএসপি (অপরাধ শাখা) অভিজিৎ সিংহ মহাপাত্র শিশুটির বাড়িতে যান। দিনভর আশপাশের এলাকায় ড্রোন উড়িয়ে তল্লাশি চালানো হয়। রাতে নিয়ে আসা হয় পুলিশ কুকুরও। কিন্তু ২৪ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি শিশুটির।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিশুটির বাবা যাদব সাহা পেশায় গাড়িচালক। বাড়ি থেকে কী করে নিখোঁজ হয়ে গেল বছর পাঁচেকের শিশু, ভেবে কূল পাচ্ছেন না বাবা-মা। ভেবে পাচ্ছেন না স্থানীয়েরাও। উৎকণ্ঠায় শনিবার রাত থেকেই তাঁদের বাড়ির সামনে ভিড় জমিয়েছেন প্রতিবেশীরা। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় এখনও পর্যন্ত কোনও সূত্র মেলেনি। প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement