মঙ্গলবার সন্ধ্যায় আগুন লাগে বাইপাসের ধারে কলোনিতে— নিজস্ব চিত্র।
ভয়াবহ আগুন লাগল বাইপাসের ধারে নেতাজি নগর কলোনিতে। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পূর্বাশা আবাসনের পাশে ওই কলোনিতে আগুন লাগে। সেখানে রয়েছে প্রায় ২০০টি ঝুপড়ি। ইতিমধ্যেই সেখানকার প্রায় ২৫-৩০টা বাড়ি একেবারে ভস্মীভুত হয়ে গিয়েছে। উদ্ধারকাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
দমকল সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ওই কলোনির একটি ঝুপড়িতে আগুন লাগে। কী ভাবে আগুন লেগেছে তা যদিও এখনও জানা যায়নি। তবে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এর ফলে ইএম বাইপাস ও বেলেঘাটা কানেক্টরে যান চলাচল নিয়ন্ত্রিত করা হয়। রাতের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার খবর পাওয়ার বেশ কিছু ক্ষণ পর ঘটনাস্থলে দমকল এসে পৌঁছয় বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। তিনি জানান, এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনাস্থলে যান রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি জানান, কোথা থেকে কী ভাবে আগুন লেগেছে তা এখনই বলা সম্ভব নয়। কত বাড়ি পুড়ে গিয়েছে সেটাও এই মুহূর্তে বলা অসম্ভব বলে জানিয়েছেন সুজিত।
আরও পড়ুন: নয়া ভাইরাসের টিকা ৬ সপ্তাহে বানানোর দাবি বায়োএনটেকের
আরও পড়ুন: কেউ পারবে না বাঁচাতে, কেতুগ্রামে পুলিশকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের