আগুন নেভাতে উপস্থিত দমকলের ইঞ্জিন। নিজস্ব চিত্র।
হাইড রোডের পর পোস্তায় কলাকার স্ট্রিটে কাপড়ের গুদামে আগুন। দমকলের ৪টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দমকল সূত্রে খবর, শুক্রবার রাত ৮টা ৪০ মিনিট নাগাদ পোস্তার কলাকার স্ট্রিটে অবস্থিত একটি বাড়ির তিন তলা থেকে হঠাৎ ধোঁয়া বার হতে দেখা যায়। তিন তলায় ছিল একটি কাপড়ের কারখানা। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বিভাগকে। খবর পেয়েই অকুস্থলে ছুটে আসে দমকলের ৪টি ইঞ্জিন। বেশ কিছু ক্ষণ পর নিয়ন্ত্রণে আসে কাপড়ের গুদামের আগুন।
জানা গিয়েছে, কারখানাতে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল। তবে কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। গুদামে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না তাও স্পষ্ট নয়।